LSG vs PBKS | IPL 2025: অপ্রতিরোধ্য পঞ্জাব! লখনউকে হেলায় হারালেন শ্রেয়স আইয়াররা..

আইপিএলে এবার অপ্রতিরোধ্য পঞ্জাব। শ্রেয়স আইয়ারের খেলায় চ্য়াম্পিয়নের দাপট! দ্বিতীয় ম্যাচ লখনউকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল রিকিং পন্টিংয়ের দল। ৮ উইকেটে পঞ্জাব।

এদিন টসেও হারে লখনউ। ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেয় পঞ্জাব। এবার আইপিএলে অন্যতম সেরা ব্যাটিং লাইন আপ লখনউয়েরই। কিন্তু ব্য়াটিং শুরুতেই বিপর্যয়ের মুখে পড়তে হল তাদের। মাত্র ৩৯ রানেই তিন উইকেট পড়ে যায়। প্যাভিলিয়নে ফেরেন  মিচেল মার্শ, এইডেন মার্করাম এবং আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার  ঋষভ পন্থ। ৩০ বলে ৪৪ রান করেন নিকোলাস পুরান। ৩৩ বলে বলে আয়ুশ বাদোনির সংগ্রহ ১ রান।  শেষদিকে আবদুল সামাদ ১২ বলে ২৭ রানের ইনিংস খেলে ১৭১ রান পৌঁছে দেয় লখনউকে।

এদিকে পিচ এমনিতে ব্যাটিং সহায়ক। ফলে রান তাড়া করতে গিয়ে বিশেষ বেগ পেতে হয়নি পঞ্জাবকে। ওপেনিং জুটিতেও ওঠে যায় তে ২৬ রান। এরপর ইনিংসের হাল ধরেন অধিনায়ক শ্রেয়স। সঙ্গী  প্রভসিমরণ সিং। ১৬ ওভারেই প্রয়োজনীয় রান তোলে নেয় পঞ্জাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.