সরাসরি: জোড়া ধাক্কা প্রসিদ্ধের, ভারতের বিরুদ্ধে ৪০০ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৪০/২

মোহালিতে প্রথম এক দিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। ইন্দোরে দ্বিতীয় ম্যাচ জিতলে সিরিজ় জিতে যাবে তারা। সেই লক্ষ্যেই নেমেছে ভারত।

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৯ key status

জোড়া ধাক্কা প্রসিদ্ধের

পর পর দু’বলে উইকেট নিলেন ভারতীয় পেসার। এ বার তাঁর বলে শূন্য রানে আউট হয়ে ফিরলেন স্টিভ স্মিথ। 

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৯ key status

প্রথম বলেই উইকেট প্রসিদ্ধ কৃষ্ণর

নিজের প্রথম বলেই উইকেট নিলেন প্রসিদ্ধ। তাঁর বলে আউট হয়ে ফিরলেন ম্যাথু শর্ট।

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৯ key status

৩৯৯ রান করল ভারত

৫০ ওভারে ৫ উইকেটে ৩৯৯ রান করল ভারত। ৩৭ বলে ৭২ রান করে অপরাজিত থাকলেন সূর্য। 

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫২ key status

অর্ধশতরান সূর্যকুমারের

ঝোড়ো ইনিংস খেললেন সূর্য। মাত্র ২৪ বলে ৫০ রান করলেন তিনি। পর পর দু’ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেললেন ভারতীয় ব্যাটার। 

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৯ key status

আউট রাহুল

৩৮ বলে ৫২ রান করে আউট রাহুল। পঞ্চম উইকেট হারাল ভারত। 

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪০ key status

অর্ধশতরান লোকেশ রাহুলের

পর পর দু’ম্যাচে অর্ধশতরান করলেন রাহুল। ৩৫ বলে ৫০ করেন ভারত অধিনায়ক। 

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২০ key status

আউট ঈশান কিশন

১৮ বলে ৩১ রান করে অ্য়াডাম জ়াম্পার বলে আউট কিশন। ভারতের চতুর্থ উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৮ key status

আউট শুভমন

১০৪ রান করে বড় শট খেলতে গিয়ে আউট হলেন শুভমন গিল। ভারতের তৃতীয় উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৬ key status

শতরান করলেন শুভমন গিল

ধারাবাহিকতা বজায় রেখেছেন শুভমন। ৯২ বলে শতরান করলেন তিনি। 

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৯ key status

আউট শ্রেয়স

শতরানের পরে বেশি ক্ষণ খেলতে পারেননি শ্রেয়স। ১০৫ রান করে আউট হয়ে যান তিনি। 

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৯ key status

শ্রেয়সের শতরান

৮৬ বলে শতরান করলেন শ্রেয়স আয়ার। ১১ মাস পরে তিন অঙ্কের রান করলেন তিনি। 

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২৭ key status

অর্ধশতরান করলেন শ্রেয়সও

প্রথম ম্যাচে রান না পেলেও দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন শ্রেয়স। শুভমনের পরে তিনিও নিজের অর্ধশতরান পূর্ণ করেন। 

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১০ key status

শুভমনের অর্ধশতরান

প্রথম ম্যাচের পরে দ্বিতীয় ম্যাচেও অর্ধশতরান করলেন শুভমন গিল। ছক্কা মেরে ৫০ পূর্ণ করেন তিনি। বিশ্বকাপের আগে শুভমনের ফর্ম ভরসা জোগাচ্ছে ভারতকে। 

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫৬ key status

খেলা শুরু

বৃষ্টি থামার পরে ইন্দোরে আবার খেলা শুরু হয়েছে।

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১৭ key status

বৃষ্টিতে বন্ধ খেলা

ইন্দোরে বৃষ্টি শুরু হওয়ায় খেলা আপাতত বন্ধ রয়েছে। খেলা বন্ধ হওয়ার সময় ভারতের রান ৯.৫ ওভারে ১ উইকেটে ৭৯। শ্রেয়স ৩৪ ও শুভমন ৩২ রান করে খেলছেন। 

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫৪ key status

৫ ওভারে ভারতের রান ১ উইকেটে ২৬

শ্রেয়স আয়ার ১০ ও শুভমন গিল ৩ রান করে খেলছেন। 

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৪৮ key status

শুরুতেই ধাক্কা খেল ভারত

আগের ম্যাচে শতরানের জুটি গড়লেও দ্বিতীয় ম্যাচে বড় রান করতে পারল না ভারতের ওপেনিং জুটি। জশ হ্যাজ়লউডের বলে ৮ রান করে আউট রুতুরাজ গায়কোয়াড়। ১৬ রানে প্রথম উইকেট হারাল ভারত। 

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩৬ key status

ভারতীয় দলে এক বদল

বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। বদলে দলে সুযোগ পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। 

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩৪ key status

টস হারলেন লোকেশ রাহুল

প্রথম বল করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.