সরাসরি: নাসাউয়ের ২২ গজে রোহিতদের দাপট, ৫০ রান তুলতেই আউট আয়ারল্যান্ডের ৮ ব্যাটার

টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক রোহিত। বাংলাদেশের বিরুদ্ধে যে রকম ২২ গজে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন রোহিতেরা, অনেকটা তেমন পিচই প্রথম ম্যাচে পেয়েছে ভারতীয় দল।

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২১:১৪ key status

আগ্রাসী ব্যাটিং লিটলের

গুজরাত টাইটান্সের ক্রিকেটারের আগ্রাসী ব্যাটিং। ভারতের বিরুদ্ধে আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন লিটল।

timer শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২১:০৯ key status

হঠাৎ আগ্রাসী আয়ারল্যান্ড

৮ উইকেট পড়ার পর দ্রুত রান তুলছেন আইরিশ ব্যাটারেরা। ভারতকে কত রানের লক্ষ্য দিতে পারবেন তাঁরা?

timer শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২১:০৬ key status

১২ ওভারে আয়ারল্যান্ড ৫২/৮

ব্যাট করছেন লিটল (১) এবং ডেলানি (২)।

timer শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২১:০৩ key status

আউট ম্যাকার্থি

ম্যাকার্থিকে (শূন্য) নিজের বলে ক্যাচ নিয়ে আউট করলেন অক্ষর। আয়ারল্যান্ড ৫০/৮।

timer শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২০:৫৬ key status

আবার আউট, এ বার অ্যাডেইর

অ্যাডেইরকে (৩) আউট করলেন হার্দিক। আয়ারল্যান্ড ৪৯/৭

timer শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২০:৫৩ key status

১০ ওভারে আয়ারল্যান্ড ৪৯/৬

ব্যাট করছেন ডেলানি (শূন্য) এবং অ্যাডেইর (৩)।

timer শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২০:৫২ key status

জমছে না বিশ্বকাপের খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম খেলা জমছে না। ভারতের বোলারদের সামলাতে পারছেন না আইরিশ ব্যাটারেরা।

timer শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২০:৫১ key status

আউট ডকরেল

ডকরেলকে (৩) আউট করলেন সিরাজ়। আয়ারল্যান্ড ৪৬/৬।

timer শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২০:৪৭ key status

আউট ক্যাম্ফার

হার্দিকের বলে ক্যাচ আউট ক্যাম্ফার (১২)। আয়ারল্যান্ড ৪৪/৫।

timer শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২০:৪৩ key status

আউট টেক্টর

৪ রান করে বুমরার বলে আউট টেক্টর। আয়ারল্যান্ড ৮ ওভারে ৩৬/৪।

timer শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২০:৩৬ key status

আউট টাকার

টাকারকে (১০) আউট করলেন হার্দিক। আয়ারল্যান্ড ৬.৫ ওভারে ২৮/৩।

timer শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২০:২৮ key status

৫ ওভারে আয়ারল্যান্ড ২৬/২

ব্যাট করছেন টাকার (৯) এবং টেক্টর (১)।

timer শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২০:১৬ key status

আউট বলবির্নি

বলবির্নিকে (৫) আউট করলেন আরশদীপ। ৫ রানে ২ উইকেট

 আরশদীপের। আয়ারল্যান্ড ৯/২।

timer শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২০:১৪ key status

৩ ওভারে আয়ারল্যান্ড ৯/২

ব্যাট করছেন টাকার (১) এবং টেক্টর (শূন্য)।

timer শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২০:১০ key status

আউট স্টার্লিং

স্টার্লিংকে (২) আউট করলেন আরশদীপ। আয়ারল্যান্ড ৭/১।

timer শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ২০:০৫ key status

১ ওভারে আয়ারল্যান্ড ৩/০

ব্যাট করছেন বলবির্নি (১) এবং স্টার্লিং (২)।

timer শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ১৯:৩৪ key status

টস জিতলেন রোহিত

প্রথমে ফিল্ডিং করবে ভারত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.