পাঁশকুড়ার বর্তমান অফিস সংলগ্ন স্থানে নতুন কোনো মদের দোকানের লাইসেন্স যাতে না দেওয়া হয় সেই আবেদন জানিয়ে আজ পূর্ব মেদিনীপুর জেলা মদ ও মাদকদ্রব্য বিরোধী কমিটির পক্ষ থেকে আবগারি দপ্তরের সুপারিনটেনডেন্টকে স্মারকলিপি দেওয়া হয়।
কমিটির জেলা আহ্বায়ক নারায়ন চন্দ্র নায়ক বলেন,১৬ নম্বর জাতীয় সড়কের পাঁশকুড়ার বর্তমান অফিস সংলগ্ন স্থানে অরিন্দম পট্টনায়েক নামে এক ব্যক্তি নতুন করে একটি মদের দোকান চালু করার প্রচেষ্টা চালাচ্ছে। অথচ ওই সংলগ্ন স্থানে চার থেকে পাঁচটি লাইসেন্সপ্রাপ্ত দোকান রয়েছে। এলাকায় আবার নতুন করে সরকারি মদের দোকান খোলা হলে এলাকার সুস্থ সামাজিক পরিবেশ ভীষণভাবে বিঘ্নিত হবে। এমনিতেই বেআইনি চোলাই মদের দাপট সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য (গাঁজা, হেরোইন, নেশাযুক্ত পাতা প্রভৃতি)’র প্রসারে এলাকার মানুষজন অতিষ্ঠ হয়ে উঠেছে। তার উপর নতুন করে ওই মদের দোকান খোলা হলে এর কুপ্রভাবে ছাত্র-যুবকদের এক বিরাট অংশ নেশাগ্রস্থ হয়ে উঠবে। ওই স্মারকলিপির কপি দপ্তরের কোলাঘাট সার্কেলের ওসি’র কাছে জমা দেওয়া হয়েছে বলে কমিটি সূত্রে জানা গেছে।
অন্যদিকে আজ ভোরে পাঁশকুড়া থানার রাধাবল্লভচকে জগন্নাথ ভৌমিক নামে এক চোলাই কারবারিকে দপ্তরের কোলাঘাট সার্কেলের ওসি রাহুল দাস চোলাই সহ গ্রেপ্তার করে। আজ ওই কারবারিকে আদালতে তোলা হলে তার ১৪ দিনের পুলিশ হেপাজত হয়।

