টি-টোয়েন্টিতে ভাল খেলার পুরস্কার পেয়েছেন বরুণ চক্রবর্তী। ভারতের এক দিনের দলে অভিষেক হয়েছে তাঁর। কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে নজির গড়েছেন ভারতীয় স্পিনার।
ভারতের দ্বিতীয় বয়স্কতম ক্রিকেটার হিসাবে এক দিনের দলে অভিষেক হয়েছে বরুণের। তাঁর বয়স ৩৩ বছর ১৬৪ দিন। বরুণের থেকে বেশি বয়সে ভারতের এক দিনের দলে মাত্র এক জনেরই অভিষেক হয়েছে। ১৯৭৪ সালে ৩৬ বছর ১৩৮ দিন বয়সে ভারতীয় দলে অভিষেক হয়েছিল ফারুখ ইঞ্জিনিয়ারের। দ্বিতীয় বয়স্কতম হলেন বরুণ।
কটকে কুলদীপ যাদবকে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছে বরুণকে। অভিষেকে ভাল বল করেছেন তিনি। ইংল্যান্ডের ৮১ রানের ওপেনিং জুটি ভেঙেছেন তিনি। তাঁর বলে বড় শট মারতে গিয়ে আউট হয়েছেন ফিল সল্ট। পুরো ১০ ওভার বল করেছেন বরুণ। দিয়েছেন ৫৪ রান। নিয়েছেন ১ উইকেট। কটকের ব্যাটিং উইকেটে এই পরিসংখ্যান মন্দ নয়।
গত মরসুমে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভাল বল করেছিলেন বরুণ। তার সুবাদে ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ পান তিনি। সেখানেও ভাল বল করেছেন এই স্পিনার। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে বরুণই ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন।
সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। ফর্মে থাকায় বরুণকে সেখানে খেলানো হতে পারে। জসপ্রীত বুমরাহ খেলতে না পারলে ভারতীয় দলে বরুণের ঢোকার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই হয়তো তাঁকে খেলিয়ে দেখে নেওয়া হচ্ছে। প্রথম পরীক্ষায় পাশ করেছেন ভারতীয় স্পিনার।