শেষ বলের থ্রিলার: দিল্লিকে হারিয়ে জয় ছিনিয়ে নিল গুজরাত জায়ান্টস, নায়ক সোফি ডিভাইন

শেষ বলের থ্রিলার: দিল্লিকে হারিয়ে জয় ছিনিয়ে নিল গুজরাত জায়ান্টস, নায়ক সোফি ডিভাইন

শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ের সাক্ষী থাকল মহিলাদের প্রিমিয়ার লিগ। শেষ ওভারের নাটকীয়তায় দিল্লি ক্যাপিটালসকে ৩ রানে হারিয়ে জয় তুলে নিল গুজরাত জায়ান্টস। প্রথমে ব্যাট করে গুজরাতের করা ১৭৪ রানের জবাবে ১৭১ রানেই থেমে যায় দিল্লির ইনিংস। শেষ ওভারে বল হাতে অসামান্য দক্ষতা দেখিয়ে গুজরাতের জয়ের নায়ক হলেন কিউই তারকা সোফি ডিভাইন।

মুনির ব্যাটে লড়াকু পুঁজি

ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে গুজরাত জায়ান্টসের শুরুটা আশানুরূপ হয়নি। ওপেনার সোফি ডিভাইন (১৩) দ্রুত ফিরলেও ইনিংসের হাল ধরেন অধিনায়ক বেথ মুনি এবং অনুষ্কা শর্মা।

  • বেথ মুনি: ৪৬ বলে ৫৮ রান (৭টি চার)
  • अनुষ্কা শর্মা: ২৫ বলে ৩৯ রান (৮টি চার)
  • শেষ দিকে তনুজা কানওয়ারের ঝোড়ো ২১ (১১ বল) রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রান তোলে গুজরাত।

দিল্লির হয়ে বল হাতে বিধ্বংসী মেজাজে ছিলেন ভারতীয় স্পিনার শ্রী চরণী, তিনি ৩১ রানে ৪ উইকেট দখল করেন। এছাড়া চিনেলে হেনরি নেন ২ উইকেট।

দিল্লির লড়াই ও নিকি প্রসাদের আক্ষেপ

১৭৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এক সময় বড় বিপর্যয়ে পড়েছিল জেমাইমা রদ্রিগেজের দিল্লি। লিজেল লি (১১), শেফালি বর্মা (১৪) এবং অধিনায়ক জেমাইমা (১৬) দ্রুত সাজঘরে ফেরায় ৮৫ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল দল। মারিজানে কাপ ও হেনরিও ব্যর্থ হন।

তবে ম্যাচের রং বদলে দেন নিকি প্রসাদস্নেহ রানা। নিকি ২৪ বলে ৪৭ রানের (৯টি চার) এক অনবদ্য ইনিংস খেলে দিল্লিকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। স্নেহ রানাও ১৫ বলে ২৯ রান করে যোগ্য সঙ্গ দেন। শেষ ওভারে জয়ের জন্য দিল্লির প্রয়োজন ছিল মাত্র ৯ রান।

শেষ ওভারের নাটকীয়তা

২০তম ওভারের দায়িত্ব নিয়েছিলেন সোফি ডিভাইন। চতুর্থ বলে স্নেহ রানাকে আউট করে ম্যাচে উত্তেজনা বাড়িয়ে দেন তিনি। শেষ বলে জয়ের জন্য ৪ রান দরকার ছিল দিল্লির, কিন্তু নিকি প্রসাদকে আউট করে গুজরাতের ৩ রানের জয় নিশ্চিত করেন ডিভাইন।

এক নজরে স্কোরবোর্ড: | দল | রান | উইকেট | ওভার | | গুজরাত জায়ান্টস | ১৭৪ | ৯ | ২০ | | দিল্লি ক্যাপিটালস | ১৭১ | ৮ | ২০ |

সেরা পারফর্মার:

  • সোফি ডিভাইন: ৩৭ রানে ৪ উইকেট এবং শেষ ওভারের নায়ক।
  • রাজেশ্বরী গায়কোয়াড়: ২০ রানে ৩ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.