সায়নী ঘোষ নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ সকাল পর্যন্ত তার হদিস না পাওয়া প্রসঙ্গে সরাসরি বললেন, “কিছুদিনের মধ্যেই সিনেমা হবে “সায়নী অন্তর্ধান রহস্য”। আমরা দেখবো। হাততালি দেব।“ জেল বন্দী কুন্তলকেও এনিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তিনি।
আজ পুরুলিয়ায় নির্বাচনী প্রচারে এসে, মিনাখায় তৃণমূল প্রার্থী মোহরউদ্দিন গাজীর মনোনয়ন বাতিল হওয়া প্রসঙ্গে তিনি বলেন, শুধু বাতিল নয় সংশ্লিষ্ট বিডিওর চাকরি চলে যাওয়ার দরকার। তৃণমূলের আন্তর্জাতিক দল হওয়ার ইচ্ছে হয়েছে তাই বিদেশ থেকে মনোনয়ন করা হয়েছে। এবার দেখা যাবে বারাক ওবামা এখানে পঞ্চায়েতে দাঁড়াবেন, জেলা পরিষদে তৃণমূল কংগ্রেসের হয়ে। আড়িয়াদহের হত্যা প্রসঙ্গে বলেন, এর পিছনে পঞ্চায়েত ভোট বা রাজনৈতিক কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।
সম্প্রতি পুরুলিয়ার দুই আধিকারিকের বদলি এবং ডবল ব্যালট পেপার ছাপানোর অভিযোগ প্রসঙ্গে এদিন জেলা পুলিশ প্রশাসনকে একহাত নেন তিনি। ব্যালট ছাপার পর তার টেমপ্লেট ধ্বংস করে দেওয়ার নিয়ম থাকলেও তা থানার আইসিদের কাছে নিয়ম বহির্ভূত ভাবে রেখে দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। পুরুলিয়া জেলা পুলিশ সুপারের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সুষ্ঠু এবং অবাধ ভোট হলে পুরুলিয়া জেলা পরিষদ দখল সহ পঞ্চায়েতে খুব ভালো ফল করবে বিজেপি। এই দাবি তুলে তিনি বলেন, এবার সবাই বিজেপির সাথে থাকবে। কুড়মি ভোট বিজেপির সাথে রয়েছে বলেও দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি।