কুলদীপের চতুর্থ উইকেট
অষ্টম উইকেটে কর্বিন বশ ও প্রেনেলান সুব্রায়েন জুটি বেঁধেছিলেন। হাত খুলছিলেন তাঁরা। সেই জুটিও ভাঙলেন কুলদীপ। ১৭ রানের মাথায় সুব্রায়েনকে আউট করলেন তিনি। ২৭০ রানে দক্ষিণ আফ্রিকার অষ্টম উইকেট পড়ল।
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ২০:৪২
এক ওভারে খেলা বদলে দিলেন কুলদীপ
জানসেনের পর ব্রিৎজ়কেকেও আউট করলেন কুলদীপ। ৮০ বলে ৭২ রান করে আউট হলেন তিনি।
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ২০:৩৯
আউট জানসেন
ভারতকে আবার খেলায় ফেরালেন কুলদীপ। তাঁর বলে বড় শট মারতে গিয়ে আউট হলেন জানসেন। ৩৯ বলে ৭০ রান করলেন জানসেন। ২২৮ রানে ষষ্ঠ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ২০:১৮
দক্ষিণ আফ্রিকার রান ২০০ পার
৩০তম ওভারে ২০০ পার হয়েছে দক্ষিণ আফ্রিকার। অর্ধশতরান করে খেলছেন ব্রিৎজ়কে ও জানসেন।
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ২০:১৪
জানসেনের ঝোড়ো অর্ধশতরান
৫ উইকেট হারালেও লড়ছে দক্ষিণ আফ্রিকা। মাত্র ২৬ বলে অর্ধশতরান করেছেন মার্কো জানসেন। রান তোলার গতি অনেকটা বাড়িয়ে ফেলেছেন তাঁরা।
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৯:৪০
আউট ব্রেভিস
আগের ওভারেই হর্ষিতকে চার এবং ছয় মেরেছিলেন ব্রেভিস। এ বার পাল্টা দিলেন হর্ষিত। ব্রেভিসকে আউট করেই আঙুল দিয়ে তাঁকে সাজঘরে ফিরে যাওয়ার ইঙ্গিত করলেন। অফস্টাম্পের বাইরের বল স্লাইস করেছিলেন ব্রেভিস। সুইপার কভারে ক্যাচ রুতুরাজের। ৩৭ রানে ফিরলেন ব্রেভিস।
দক্ষিণ আফ্রিকা ১৩০-৫।
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৯:২০
১০০ পেরোল দক্ষিণ আফ্রিকা
ভারতের রান তাড়া করার মরিয়া চেষ্টা করছে দক্ষিণ আফ্রিকা। ১০০ পেরিয়ে গেল তাদের স্কোর।
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৯:০৭
উইকেট কুলদীপের
জুটি ভাঙলেন কুলদীপ। ৩৯ রানের মাথায় ডি জর্জিকে আউট করলেন তিনি। ৭৭ রানে চতুর্থ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৮:৪৫
১০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪৭/৩
ব্রিৎজ়কে ২১ ও ডি জর্জি ১৮ রানে ক্রিজ়ে রয়েছেন।
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৮:৩৯
ইনিংস গড়ার চেষ্টায় ডি জর্জি-ব্রিৎজ়কে
তিন উইকেট পড়ার পর জুটি বেঁধেছেন টনি ডি জর্জি ও ম্যাথু ব্রিৎজ়কে। পাওয়ার প্লে কাজে লাগিয়ে হাত খুলছেন তাঁরা।
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৮:২৩
আউট অধিনায়ক মার্করাম
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করামকে আউট করলেন অর্শদীপ সিংহ। ৭ রান করে আউট হলেন তিনি। ১১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা।
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৮:০৭
তিন বলে জোড়া ধাক্কা হর্ষিতের
রিকেলটনের পর কুইন্টন ডি’কককেও শূন্য রানে ফেরালেন হর্ষিত। ৭ রানে ২ উইকেট পড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকার।
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৮:০৫
দক্ষিণ আফ্রিকাকে শুরুতেই ধাক্কা হর্ষিত রানার
প্রথম বল ওয়াইড করেছিলেন। দ্বিতীয় বল পিচে পড়ে ভিতরের দিকে ঢুকল। রায়ান রিকেলটনের ব্য়াট-প্য়াডের ফাঁক দিয়ে গিয়ে লাগল উইকেটে। শূন্য রানে আউট রিকেলটন। ৭ রানে প্রথম উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার।
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৭:২৮
দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য ৩৫০ রান
রাঁচীতে বড় রান করল ভারত। ম্যাচ জিততে প্রতি ওভারে ৭ রান করে দরকার দক্ষিণ আফ্রিকার।
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৭:২৩
আউট জাডেজা
২০ বলে ৩২ রান করে আউট হলেন জাডেজা। সপ্তম উইকেট হারাল ভারত।
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৭:১৮
আউট রাহুল
৫৬ বলে ৬০ রান করে আউট হলেন রাহুল। রাঁচীর মাঠে ভাল ইনিংস খেললেন তিনি।
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৭:১১
জাডেজা-রাহুলের অর্ধশতরানের জুটি
২৯ বলে অর্ধশতরানের জুটি হল রবীন্দ্র জাডেজা ও লোকেশ রাহুলের।
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৭:০৯
রাহুলের অর্ধশতরান
শুরুটা ধীরে করেছিলেন। পরের দিকে রান তোলার গতি বাড়িয়েছেন লোকেশ রাহুল। রাঁচীতে অর্ধশতরান করলেন তিনি।
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৬:৪৭
আউট কোহলি
১২০ বলে ১৩৫ রান করে আউট হলেন কোহলি। দীর্ঘ ক্ষণ ব্যাট করে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। সেই কারণে শটে জোর পেলেন না কোহলি। ২৭৬ রানে ভারতের পঞ্চম উইকেট পড়ল।
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৬:২৬
শতরানের পর হাত খুলছেন কোহলি
শতরানের পর আবার হাত খোলা শুরু করেছেন কোহলি। সুব্রায়েনের এক ওভারে জোড়া ছক্কা ও জোড়া চার মেরেছেন তিনি। দলের রান বাড়ানোর চেষ্টায় কোহলি।

