Kolkata Record Rainfall: ডানায় রেকর্ড বৃষ্টি কলকাতার এই অঞ্চলে…বাকি কোথায় কত?

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কলকাতাতে শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার দিনভর-ই চলছে বৃষ্টি। এখন শুক্রবার ভোর ৪টে থেকে দুপুর ২টো পর্যন্ত কলকাতায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে রেকর্ড করেছে যোধপুর পার্ক। ভোর ৪টে থেকে দুপুর ২টো পর্যন্ত বৃষ্টির পরিমাণ ১৬৩ মিলিমিটার।

বাকি কলকাতার অংশে ভোর ৪টে থেকে দুপুর ২টো পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তার পরিসংখ্যান- 

1. মানিকতলা- ৮৩.০০ মিলিমিটার
2. বীরপাড়া- ৭০.০০ মিলিমিটার
3. বেলগাছিয়া- ৬৯.০০ মিলিমিটার
4. ধাপা লক- ৭১.০০ মিলিমিটার
5. তপসিয়া- ১০৯.০০ মিলিমিটার
6. উল্টোডাঙা- ৬৯.০০ মিলিমিটার
7. পালমার ব্রিজ- ৯৪.০০ মিলিমিটার
8. ঠনঠনিয়া- ৭৯.৮০ মিলিমিটার
9. বালিগঞ্জ- ১২৪.০০ মিলিমিটার
10. মমিনপুর- ১১১.০০ মিলিমিটার
11. চেতলা লক- ১০৭.০০ মিলিমিটার
12. যোধপুর পার্ক- ১৬৩.০০ মিলিমিটার
13. কালীঘাট- ১০৫.৩০ মিলিমিটার
14. গড়িয়া- ১২৪.০০ মিলিমিটার
15. সি. পি. টি ক্যানেল- ১১০.৪০ মিলিমিটার 
16. দত্তা বাগান- ৭৩.৫০ মিলিমিটার
17. জিনজিরা বাজার- ৯৭.০০ মিলিমিটার
18. বেহালা ফ্লাইং ক্লাব- ৯৬.৩০ মিলিমিটার
18. কুলিয়া টেংরা- ৭৮.২০ মিলিমিটার
19. পাগলাডাঙ্গা- ৮৪.৬০ মিলিমিটার
20. চিংড়িঘাটা- ৬৯.০০ মিলিমিটার
21. মার্কাস স্কোয়ার- ৫৮.৭০ মিলিমিটার
22. পাটুলি – ১২৯.০০ মিলিমিটার
23. ট্রেঞ্চিং গ্রাউন্ড- ১০৩.৫০ মিলিমিটার 
24. ধানখেতি খাল- ১০৯.০০ মিলিমিটার
25. জোকা – ৭৫.০০ মিলিমিটার

আলিপুর আবহাওয়া অবশ্য এখনও কলকাতা সহ বিস্তীর্ণ দক্ষিণবঙ্গে ভয়ংকর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জারি করেছে কমলা সতর্কতা। পূর্বাভাস বলছে, ঘণ্টায় ২ থেকে ৩ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এর জেরে নিচু এলাকায় জল জমতে পারে ও রাস্তায় যান চলাচল ব্যাহত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.