Kolkata Metro Timing on Holi: দোলের দিন ভোগাবে মেট্রো! সকালে বন্ধ পরিষেবা, বড়সড় ঘোষণা কর্তৃপক্ষের

শুক্রবার দোলের দিন সকালে মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। পাশাপাশি সেদিন মেট্রো রেলের সংখ্যাও কমানো হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে মোট্রো রেল কর্তৃপক্ষের তরফে। জানানো হয়েছে, শুক্রবার সকালে মেট্রো পরিষেবা চালু করা হবে না। দুপুর আড়াইটের সময় সেদিন চালু হবে মেট্রো পরিষেবা। এর জেরে সকালে মেট্রো করে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে তা ভেস্তে যেতে পারে। বিকল্প উপায় ভেবে রাখুন এখনই।

এদিকে দোলের দিন মেট্রোর সংখ্যাও থাকবে খুবই কম। দুটি ট্রেনের মধ্যে ব্যবধান থাকবে বেশি। মেট্রো রেল কর্তপক্ষের তরফে জানানো হয়েছে যে শুক্রবার মোট ৫৮টি মেট্রো রেল চলবে। উল্লেখ্য, কলকাতার লাইফলাইন মেট্রো। শহরবাসী এমনকি শহরতলিতে থাকা মানুষজনের কাছে মেট্রো অপরিহার্য। এই আবহে শুক্রবার ভুগতে হতে পারে কলকাতাবাসীর একাংশকে। সাধারণত দোলে ছুটি থাকলেও অনেক মানুষকেই তাদের কর্মস্থলে যেতে হবে সেদিন। জরুরি পরিষেবাতে থাকা মানুষজনের সেদিন ছুটি থাকে না। তাদের ভোগান্তি হতে পারে সকালে মেট্রো না থাকায়।ট্রেন্ডিং স্টোরিজ

এদিকে আজ ১৫ মার্চ থেকে আগামী ১৮ মার্চ পর্যন্ত (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। অর্থাত্, মোট তিনদিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মোট্রো। ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের রক্ষণাবেক্ষণের কাজের কারণে এই লাইনে পরিষেবা বন্ধ করা হয়েছে তিনদিনের জন্য। শুক্রবার ফের চালু হবে পরিষেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.