Kolkata Metro: টিকিট কাউন্টার বন্ধ রেখেই সোম থেকে পরিবর্তিত সময়ে নাইট মেট্রো!

 টিকিট কাউন্টার তখন খোলা থাকবে না। আগামীকাল, সোমবার থেকে পরিবর্তিত সময়ে চালু হচ্ছে রাত্রিকালীন মেট্রো পরিষেবা। যাত্রীদের স্মার্টকার্ড বা স্টেশনে বসানো ASCRM মেশিন থেকে UPI মোডে টিকিট সংগ্রহের অনুরোধ করল মেট্রো কর্তৃপক্ষ।

করোনার আগে শেষ মেট্রোর সময় ছিল রাত ৯.৫৫ মিনিট। কিন্তু করোনার পর থেকে সেই সময় এগিয়ে আসে। দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রোর সময় ৯.৪০ মিনিট। এরপর ২৪ মে থেকে আপ ও ডাউন লাইনে রাত ১১টায় পরীক্ষামূলকভাবে মেট্রো পরিষেবা চালু হয়।

এদিকে যাত্রীসংখ্যা একেবারেই আশানুরূপ নয়! শহরে রাতের মেট্রোয় যখন গড়ে ৬০০ জন যাত্রীদের চড়ছেন, তখন পরিষেবা চালু রাখতে বাড়তি খরচ হচ্ছে। রাতে পরিষেবার সময়ে এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ১১টা নয়, রাতের মেট্রো মিলবে ১০.৪০ মিনিটে। পূর্বঘোষণা মতোই সেই সময়েই এবার চালু হতে চলেছে মেট্রো।

স্রেফ টিকিট কাউন্টারই বন্ধ থাকবে, এমনটা কিন্তু নয়। রাত্রিকালীন মেট্রোর জন্য খোলা থাকবে না স্টেশনের সবকটি গেটও!

কোন স্টেশনে খোলা থাকবে কোন গেট

দমদম– গেট নম্বর ১ (উত্তরদিকে) আর গেট নম্বর ৪(দক্ষিণ দিকে)
বেলগাছিয়া–গেট নম্বর ১(মিল্ক কলোনি গেট) আর গেট নম্বর ৩(রাজবাড়ি গেট)
শ্যামবাজার- গেট নম্বর ১(পাঁচমাথার মোড়) আর গেট নম্বর ৪(ভূপেন বোস অ্যাভিনিউ)
শোভাবাজার-সুতানুটি- গেট নম্বর ১(গ্রে স্ট্রিট গেট) আর গেট নম্বর ৩(লাল মন্দির গেট)
গিরিশ পার্ক- গেট নম্বর ১ আর গেট নম্বর ৩
মহাত্মা গান্ধী রোড- গেট নম্বর ১(মহাজাতি সদন গেট) আর গেট নম্বর ২(মেচুয়া গেট) 
সেন্ট্রাল- গেট নম্বর ২(লালবাজার গেট), গেট নম্বর ৪(লরেটো স্কুল গেট) আর গেট নম্বর ৬(মেডিক্য়াল কলেজ গেট)
চাঁদনি চক- গেট নম্বর ১(হিন্দুস্থান বিল্ডিং গেট), গেট নম্বর ৪(যোগাযোগ ভবন গেট). আর গেট নম্বর ৫(এয়ারলাইন্স গেট)
এসপ্ল্যানেড- গেট নম্বর ১, গেট নম্বর ২ আর গেট নম্বর ৫
পার্কস্ট্রিট-গেট নম্বর ১(মিউজিয়াম গেট), গেট নম্বর ২ আর গেট নম্বর ৩
ময়দান– গেট নম্বর ১(ইলিয়ট পার্ক গেট) আর গেট নম্বর ২(জীবনদ্বীপ গেট)
রবীন্দ্রসদন- গেট নম্বর ২(নন্দন গেট) আর গেট নম্বর ৩(রিজার্ভেশন গেট)
নেতাজি ভবন- গেট নম্বর ২(আশুতোষ মুখার্জী রোড) আর গেট নম্বর ৪(জগুবাবু বাজার গেট)
যতীন দাস পার্ক- গেট নম্বর ১(হাজরা মোড় গেট), গেট নম্বর ৩(ক্য়ানসার হাসপাতাল গেট) আর গেট নম্বর ৫(উত্তম মঞ্চ গেট)
কালীঘাট- গেট নম্বর ১(কালী মন্দির গেট), গেট নম্বর ৩(টালিগঞ্জ অটো স্ট্যান্ড গেট) আর গেট নম্বর ৪
রবীন্দ্র সরোবর- গেট নম্বর ১(মেন গেট, ইস্টার্ন রেলওয়ে গেটের বিপরীতে), আর গেট নম্বর ৬
মহানায়ক উত্তম কুমার- গেট নম্বর ১ আর গেট নম্বর ২(মেন গেট)
নেতাজি- সব গেটই খোলা থাকবে
মাস্টারদা সূর্য সেন- সব গেটই খোলা থাকবে
গীতাঞ্জলী- সব গেটই খোলা থাকবে
কবি নজরুল- সব গেটই খোলা থাকবে
শহিদ ক্ষুদিরাম- সব গেটই খোলা থাকবে
কবি সুভাষ- সব গেটই খোলা থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.