দিনভর ভোগান্তি। মেট্রোর ব্লু লাইনে রীতিমতো নাস্তানাবুদ হতে হল যাত্রীদের। অবশেষে টনক নড়ল মেট্রো কর্তৃপক্ষের। শহীদ ক্ষুদিরাম স্টেশনের প্ল্যাটফর্মের শেষে তৈরি করা হবে টার্ন আউট বা ওয়াই লাইন। ফলে রবিবার মহানায়ক উত্তম কুমার(টালিগঞ্জ) থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলবে না। কতক্ষণ? বিকেল চারটে পর্যন্ত। টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল অবশ্য স্বাভাবিক থাকবে।
2025-08-29