ওভাল টেস্টে মহম্মদ সিরাজের পারফরম্যান্সের প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিরা। টান টান উত্তেজনার ম্যাচ জিতিয়ে সিরিজ়ে সমতা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন জোরে বোলার। তার সেই পারফরম্যান্সের প্রশংসা করেছেন কোহলির বোনও। সিরাজের উদ্দেশে দিয়েছেন বিশেষ বার্তা।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটা টেস্টই খেলেছেন সিরাজ। ১৮৫.৩ ওভার বল করে ২৩ উইকেট নিয়েছেন। সিরিজ়ের সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই। জসপ্রীত বুমরাহের অভাবও বুঝতে দেননি তিনি। সিরাজের এমন পারফরম্যান্সে মুগ্ধ কোহলির বোন ভাবনা কোহলি ধিংড়া। সিরাজের উদ্দেশে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন ভাবনা। যা ভাইরাল হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
সমাজমাধ্যমে ভাবনা লিখেছেন, ‘‘খেলাটা (ক্রিকেট) আমাদের কখনই অবাক করে না। কারণ খেলাটায় এমন কিছু বীর রয়েছেন, যাঁরা আমাদের অনুপ্রাণিত করেন। আমাদের মনে আশা জাগান। আমরা ইতিবাচক থাকতে পারি। আমাদের বিশ্বাসী করে তোলেন। মহম্মদ সিরাজ, আপনি মহান।’
সাধারণ ভাবে দাদাকে নিয়ে নানা পোস্ট করলেও অন্য ক্রিকেটারদের নিয়ে এই ধরনের পোস্ট খুব বেশি করতে দেখা যায় না ভাবনাকে। আইপিএলের সময় টেস্ট থেকে অবসর নিয়েছেন কোহলি। তার পর ইংল্যান্ডের বিরুদ্ধেই প্রথম টেস্ট সিরিজ় খেলল ভারতীয় দল। সেই সিরিজ়ে সিরাজের পারফরম্যান্স নিয়ে কোহলির বোনের উচ্ছ্বাস স্বাভাবিক ভাবেই নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের।