রেগে লাল বিরাট কোহলি। লন্ডনে এক ভক্তের আচরণে বিরক্ত হন ভারতের প্রাক্তন অধিনায়ক। অনুষ্কা শর্মাকে নিয়ে লন্ডনের রাস্তায় বেরিয়ে ছিলেন কোহলি। সে সময়ই ঘটে ঘটনাটি।
আইপিএলের সময় টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন বিরাট কোহলি। ভারত-ইংল্যান্ড সিরিজ় চললেও এই মুহূর্তে কোহলির তাই ক্রিকেটীয় ব্যস্ততা নেই। স্ত্রী অনুষ্কা এবং সন্তানদের নিয়ে তিনি রয়েছেন লন্ডনে। মূলত সন্তানদের স্বাভাবিক এবং উন্নত জীবন নিশ্চিত করার জন্য অধিকাংশ সময় তাঁরা লন্ডনে থাকেন। সংবাদমাধ্যমের অতি উৎসাহও পছন্দ করেন না বিরুষ্কা। ভারতে সন্তানদের না রাখার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ এটাও। অথচ লন্ডনে এমনই এক ঘটনায় মেজাজ হারালেন কোহলি।
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন বিরুষ্কা। সে সময় এক ভক্ত তাঁদের দু’জনের ভিডিয়ো করছিলেন। বিষয়টি চোখে পড়ে কোহলির। বিরক্ত হন। খানিকটা রেগেও যান। যদিও সেই ভক্তকে মুখে কিছু বলেননি। তবে কোহলি তাঁর চাহনিতে বুঝিয়ে দিয়েছেন, এ ভাবে লুকিয়ে ভিডিয়ো করা তাঁর একদমই পছন্দ নয়।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন কোহলি। টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন। দেশের হয়ে শুধু এক দিনের ম্যাচ খেলবেন। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ খেলার লক্ষ্য তাঁর।