প্রস্তুতি শুরু কোহলির, অস্ট্রেলিয়া সফরেই শেষ নয় বিরাট, রোহিতের কেরিয়ার! ইঙ্গিত বোর্ডকর্তার কথায়

ভারতীয় সমর্থকদের নজর অস্ট্রেলিয়া সফরের দিকে। সেখানে এক দিনের সিরিজ় খেলে কি ৫০ ওভারের ক্রিকেটকেও বিদায় জানাবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। জল্পনার মাঝেই অস্ট্রেলিয়া সিরিজ়ের জন্য প্রস্তুতি শুরু করেছেন কোহলি। রোহিত, কোহলির অবসর নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল।

আইপিএলের পর থেকে লন্ডনে রয়েছেন কোহলি। সেখানে ছুটি কাটাতে দেখা গিয়েছে তাঁকে। মাঝে গুজরাত টাইটান্সের সহকারী কোচ নইম আমিনের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছিল তাঁকে। এ বার লর্ডসে অনুশীলন শুরু করলেন কোহলি। লর্ডসের ইন্ডোর স্টেডিয়ামে ব্যাট করেছেন কোহলি। তাঁকে দেখে বোঝা গিয়েছে, এখন থেকেই অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি শুরু করেছেন তিনি। অর্থাৎ, এই সিরিজ়কে হালকা ভাবে নিচ্ছেন না কোহলি। পুরো প্রস্তুতি সেরেই খেলতে চান তিনি।

রোহিত অবশ্য ভারতেই রয়েছেন। মাঝে ইংল্যান্ডের ওভালে ভারতের শেষ টেস্ট দেখতে গিয়েছিলেন তিনি। কোহলি অনুশীলন শুরু করলেও রোহিত এখনও অনুশীলন শুরু করেছেন কি না তা জানা যায়নি।

কোহলি, রোহিতের অবসরের জল্পনার মাঝেই রাজীব জানিয়েছেন, বোর্ড কাউকে অবসর নেওয়ার কথা বলেনি। এক ভিডিয়োয় তিনি বলেন, “ওরা কি অবসর নিয়েছে? রোহিত ও কোহলি দু’জনেই এক দিন খেলছে। ওরা তো এখনও অবসর নেয়নি। তা হলে কেন ওদের অবসর ও ফেয়ারওয়েল নিয়ে কথা হচ্ছে। ওরা দুটো ফরম্যাট থেকে অবসর নিয়েছে। কিন্তু এক দিন তো খেলছে। এত ভাবনার কী আছে?”

রাজীব জানিয়েছেন, ক্রিকেটারদের উপর কোনও চাপ তাঁরা দেন না। প্রত্যেকে নিজের সিদ্ধান্ত নেন। বোর্ডের সহ-সভাপতি বলেন, “বিসিসিআইয়ের নীতি নির্দিষ্ট। আমরা কাউকে অবসর নিতে বলি না। ওরা নিজেরাই নিজেদের ভবিষ্যতের সিদ্ধান্ত নেয়। বোর্ড সেই সিদ্ধান্তকে সমর্থন জানায়।” দুই ক্রিকেটারের ফেয়ারওয়েলের প্রসঙ্গে রাজীবের জবাব, “এখনও তো ওরা অবসর নেওয়ার কথা বলেনি। তা হলে কেন ফেয়ারওয়েল নিয়ে কথা হচ্ছে? ওরা যখন অবসরের কথা বলবে তখন আমরা ফেয়ারওয়েলের কথা ভাবব। এখন থেকে কেন ওই সব ভাবছেন? ওরা তো এখনও খেলছে। দু’জনেই ভাল ফর্মে রয়েছে। তা হলে চিন্তার কী আছে?”

টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের পর রোহিত ও কোহলি দু’জনের নজরেই রয়েছে এক দিনের বিশ্বকাপ। তবে ২০২৭ সালের বিশ্বকাপ এখনও দূরে রয়েছে। তত দিন দুই সিনিয়র ক্রিকেটার খেলবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। জানা গিয়েছে, বোর্ড তাঁদের প্রতিশ্রুতি দিতে পারেনি যে, তাঁদের ২০২৭ সালের বিশ্বকাপে খেলানো হবে। তবে তার মাঝেই রাজীবের কথায় অন্য ইঙ্গিত পাওয়া গেল। তবে কি এখনও ৫০ ওভারের ক্রিকেটে দু’জনকে পাওয়া যাবে? সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.