ইডেনে কেকেআরের ইনিংস শেষ ১৭৪ রানে, বেঙ্গালুরুর হয়ে ওপেন করতে নেমেছেন কোহলি-সল্ট, আরসিবি

তিন বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। এখনও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি আরসিবি। দু’দলেই এ বার বেশ কিছু পরিবর্তন হয়েছে। নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে উভয় দলই।

শুধু মূল বিষয়গুলি

শেষ আপডেট:২২ মার্চ ২০২৫ ২২:২৩

১২ ওভারে আরসিবি ১১৯/২

ব্যাট করছেন কোহলি (৪৯) এবং পাটিদার (১)।

শেষ আপডেট:২২ মার্চ ২০২৫ ২২:২২

আউট পাড়িক্কল

পাড়িক্কলকে (১০) আউট করলেন নারাইন। আরসিবি ১১৮/২।

শেষ আপডেট:২২ মার্চ ২০২৫ ২২:১৫

১০ ওভারে আরসিবি ১০৪/১

ব্যাট করছেন কোহলি (৩৮) এবং পাড়িক্কল (৭)।

শেষ আপডেট:২২ মার্চ ২০২৫ ২২:১০

আউট সল্ট

সল্টকে (৫৬) আউট করলেন বরুণ। আরসিবি ৯৫/১।

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ২২:০৭ key status

৮ ওভারে আরসিবি ৯১/০

ব্যাট করছেন সল্ট (৫২) এবং কোহলি (৩৬)।

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ২১:৫৮ key status

৬ ওভারে আরসিবি ৮০/০

ব্যাট করছেন সল্ট (৪৯) এবং কোহলি (২৯)।

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ২১:৪৮ key status

হতাশ করলেন বরুণ

বরুণের প্রথম ওভারে সল্ট-কোহলি জুটি তুলল ২১ রান।

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ২১:৪৭ key status

৪ ওভারে আরসিবি ৫৮/০

ব্যাট করছেন সল্ট (৪৪) এবং কোহলি (১২)।

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ২১:৪৪ key status

হতাশ করছেন বৈভব

বৈভব অরোরাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামিয়েছে কেকেআর। প্রথম ২ ওভারে বৈভব দিলেন ৩২ রান!

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ২১:৩৮ key status

২ ওভারে আরসিবি ১৭/০

ব্যাট করছেন সল্ট (৯) এবং কোহলি (৬)।

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ২১:১৪ key status

২০ ওভারে কেকেআর ১৭৪/৮

রমনদীপ (৬) এবং জনসন (১) অপরাজিত থাকলেন। বেঙ্গালুরুর জয়ের লক্ষ্য ১৭৫ রান।

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ২১:১২ key status

আউট হর্ষিত

হর্যিতকে (৫) আউট করলেন হেজ়লউড। কেকেআর ১৭৩/৮।

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ২১:০৭ key status

আউট রঘুবংশী

রঘুবংশীকে (৩০) আউট করলেন যশ। কেকেআর ১৬৮/৭।

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ২১:০৩ key status

১৮ ওভারে কেকেআর ১৬৫/৬

ব্যাট করছেন রঘুবংশী (২৯) এবং রমনদীপ (৪)।

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ২০:৫৫ key status

১৬ ওভারে কেকেআর ১৫১/৬

ব্যাট করছেন রঘুবংশী (১৯) এবং রমনদীপ (১)।

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ২০:৫১ key status

আউট রাসেল

রাসেলকে (৪) বোল্ড করলেন সুযশ। কেকেআর ১৫০/৬।

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ২০:৪৭ key status

আউট রিঙ্কু

কেকেআরের মিডল অর্ডারে ধস। ক্রুণালের বলে বোল্ড রিঙ্কু (১২)। কেকেআর ১৫ ওভারে ১৪৫/৫।

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ২০:৪৩ key status

১৪ ওভারে কেকেআর ১৪১/৪

ব্যাট করছেন রঘুবংশী (১৬) এবং রিঙ্কু (১০)।

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ২০:৩৬ key status

আউট বেঙ্কটেশ

বেঙ্কটেশকে (৬) বোল্ড করলেন ক্রুণাল। কেকেআর ১২৫/৪।

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ২০:৩৩ key status

১২ ওভারে কেকেআর ১২৪/১

ব্যাট করছেন বেঙ্কটেশ (৬) এবং রঘুবংশী (১০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.