প্লে অফে কি দেখা যাবে কলকাতাকে? পঞ্জাবের এবার গুজরাতের কাছেও হেরে গেল নাইট। তাও আবার ঘরের মাঠে! প্লে-অফে যাওয়ার জন্য ২পয়েন্ট অত্যন্ত জরুরি ছিল। কিন্তু তা আর হল না। বরং ইডেনে দাপট দেখাল গুজরাতই।
পঞ্জাব ম্যাচে হারের পর প্রথমে একাদশে বদল। টসে জিতে জেতার পরই সেকথা জানান নাইট অধিনায়ক রাহানে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। এদিন কুইন্টন ডি’কককে বদলে গুরবাজ, আর আনরিখ নখিয়ার জায়গায় খেলেন মইন আলি। কিন্তু ব্যর্থ হলেন দু’জনেই। মাত্র ১ রানেই প্যাভিলিয়নে ফেরেন গুরবাজ। ৩ ওভারে ২৭ রান দিয়ে কোনও উইকেট নিতে পারলেন না মইনও।
উল্টোদিকে গুজরাতের হয়ে অনবদ্য খেললেন প্রাক্তন নাইট অধিনায়ক শুভমন গিল। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন তিনি। ৫৫ বলে গিলের সংগ্রহ ৯০ রান। আবার অধিনায়ক হিসেবে টাইম আউট না নিয়ে বলও করিয়ে গেলেন। বস্তুত, ঠিক সময়ে রশিদ খানের হাতে বল তুলে নাইটদের কাজটা আরও কঠিন করে দিলেন সেই গিলই। জোড়া উইকেট তুলে নিলে আফগান স্পিনার। গুজরাতের ১৯৮ রান তাড়া করতে নেমে কলকাতার ইনিংস শেষ হয়ে গেল ১৫৯ রানে।