নতুন অধিনায়কের পর এ বার আইপিএলের আগামী মরসুমের আগে নতুন সহকারী কোচ বেছে নিল কলকাতা নাইট রাইডার্স। তিন দেশে কোচিং করানো তারকাকে নিল গত বারের চ্যাম্পিয়ন দল।
ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার ওটিস গিবসনকে সহকারী কোচ করেছে কেকেআর। ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত টেস্ট ও এক দিনের ম্যাচ খেলেছেন গিবসন। ৬৫০-এর বেশি প্রথম শ্রেণির উইকেট রয়েছে এই পেসারের।
কোচ হিসাবে আগে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকা দলে ছিলেন গিবসন। ২০০৭-২০১০ ও ২০১৫-২০১৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের জাতীয় দলের বোলিং কোচ ছিলেন গিবসন। মাঝে ২০১০-২০১৪ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ়ের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন তিনি। সেই সময়ই ২০১২ সালে প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ়। ২০১৭-২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের প্রধান কোচ ছিলেন গিবসন। অভিজ্ঞ গিবসনকে এ বার নিজেদের দলে নিল কেকেআর।
গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পরে মেন্টর হিসাবে ডোয়েন ব্রাভোকে সই করিয়েছিল কেকেআর। গম্ভীরের সঙ্গে তাঁর সহকারী কোচ অভিষেক নায়ারও চলে গিয়েছেন। তিনি ভারতীয় দলের সহকারী কোচ হয়েছেন। নায়ারের জায়গায় এ বার ব্রাভোর দেশেরই গিবসনকে নিয়েছে কলকাতা।