Kiran Rao | R G Kar Incident: ‘আরজি কর ইস্যু তে চলা এই শহরের প্রতিবাদ দেখে আমি অনুপ্রাণিত হয়েছি…’

বক্স অফিসে ঝড় তুলেছিল কিরণ রাওয়ের (Kiran Rao) ছবি লাপাতা লেডিজ (Laapataa Ladies)। ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন আমির খান। বিয়ে করে ফেরার সময় ঘোমটার নিচে পাল্টাপাল্টি হয়ে যায় দুই বউ, সেখান থেকেই গল্পের শুরু। সোজা সাপটা গল্পে যেভাবে নারী ক্ষমতায়নের বার্তা দিয়েছেন পরিচালক, তা মুগ্ধ করে আপামর ভারতবাসীকে। বক্স অফিসে ভালো ব্যবসার পরে এবার কিরণের ছবি নির্বাচিত হল অস্কারে (Oscars 2025) । আগামী বছর অস্কারে ভারতের এন্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছে এই ছবি। অস্কারে নির্বাচিত হওয়ার পর শুক্রবার আরজি কর কান্ডের প্রতিবাদে ফের শহরে এসেছিলেন কিরণ। 

কলকাতায় এসে পরিস্কার বাংলা ভাষায় তিনি বলেন, ‘অস্কার এর জন্য নমিনেশন আমাকে অবশ্যই আনন্দ দিয়েছে। এটা বড় অনুভূতি আমি আমার দেশকে রিপ্রেসেন্ট করছি। এটা বড় দায়িত্ব।’ আরজি করে ডাক্তার তরুণী খুন ও ধর্ষণের প্রতিবাদ তার নজর কেড়েছে। আরজি কর প্রসঙ্গে তিনি বলেন,  ‘আরজি কর ইস্যু তে চলা এই শহরের প্রতিবাদ দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। যেভাবে সমাজের সব অংশ এর মানুষ নেমেছেন। এটা খুবই জরুরি মেয়েদের কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করা। দেশ জুড়ে। আমি একটা গল্প লিখেছি যে ছবির পটভূমি কলকাতা। সেখানে ৪০এর দশক থেকে এখনকার সময়ের মহিলাদের নিয়ে কথা হবে। আমার আপকামিং প্রজেক্ট। কাজ শুরু হয়েছে। এই বছর অস্কার এর প্রসেস এর জন্য কলকাতা তে আসতে পারবোনা। কিন্তু আমার অনেক স্মৃতি আছে এই শহর জুড়ে। ফুচকা, কাটিরোল, চপ আমি ঘুরে ঘুরে খেতাম। আমি খুবই ফুডি।। আমার পরিচয় আমার। এই বারও যখন আমি আমার ড্রাইভিং লাইসেন্স রিনিউ করাতে যাই আমাকে আমার বাবার নাম জিজ্ঞাসা করা হয়। যেহেতু আমি সেপারেটেড, আমি হাসব্যান্ড এর নাম রাখিনি। আমি কোনোদিনই নিজের নাম পদবি পরিবর্তন এর পক্ষে নই। মেয়েদের জন্য এটা সত্যিই অদ্ভুত যে প্রাপ্ত বয়সের পরেও তাদের পিছনে তার স্বামী কিংবা বাবার নাম জানতে চাওয়া হয়।’

উল্লেখ্য, অস্কারে মনোনয়ন পাওয়ার খবর প্রকাশ্যে আসতেও কিরণ রাও লিখেছিলেন, “আমি সম্মানিত এবং আনন্দিত যে আমাদের সিনেমা লাপাতা লেডিসকে অ্যাকাডেমি পুরষ্কারের জন্য ভারতের আনুষ্ঠানিক এন্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই স্বীকৃতি আমার পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের প্রমাণ, যাদের নিষ্ঠা এবং আবেগ এই গল্পটিকে । সিনেমা সবসময়ই একটি শক্তিশালী মাধ্যম যা হৃদয়কে সংযুক্ত করে, সীমানা অতিক্রম করে এবং অর্থপূর্ণ কথোপকথন হয়। আমি আশা করি যে এই চলচ্চিত্রটি সারা বিশ্বের দর্শকদের মধ্যে অনুরণিত হবে, ঠিক যেমনটি ভারতে হয়েছে।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.