শুধু ব্যাট করতে ভালবাসেন তিনি। ভালবাসেন ক্রিকেট খেলতে। যত দিন খেলবেন, এই ভালবাসা নিয়েই খেলে যেতে চান বিরাট কোহলি। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দায়িত্ব নিয়ে খেলছেন তিনি। প্রথমে পাকিস্তান ও তার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একার কাঁধে ম্যাচ জিতিয়েছেন। ফাইনালের আগে তাঁর ব্যাটিংয়ের মন্ত্র জানিয়েছেন ভারতীয় ব্যাটার।
ফাইনালের আগে কোহলির একটি ভিডিয়ো প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে কোহলি তাঁর ব্যাটিংয়ের কথা বলেছেন। তাঁর কথায়, “আমি শুধু ক্রিকেট খেলতে ভালবাসি। শুধু ব্যাট করতে ভালবাসি। যত দিন ব্যাটিং ও ক্রিকেটের প্রতি এই ভালবাসা থাকবে, তত দিন অন্য কিছু ভাবতে হবে না। শুধু মাথা নিচু করে ঈশ্বরের আশীর্বাদ চাই। শুধু দলকে জেতানোর চেষ্টা করি।”
৩৬ বছর বয়স হয়েছে কোহলির। কিন্তু এখনও মাঠে তাঁকে কিশোরের মতোই তরতাজা লাগে। ফিল্ডিং থেকে শুরু করে পিচের মাঝে দৌড়, সবেতেই বাকিদের সামনে উদাহরণ হয়ে থাকেন তিনি। কোহলি জানিয়েছেন, তাঁর একমাত্র লক্ষ্য থাকে দলকে জেতানো। সেই লক্ষ্যেই এগিয়ে যান তিনি। কোহলি বলেন, “কেরিয়ারের এই পর্যায়ে এসেও প্রতিটা ম্যাচের আগে একই রকম উত্তেজিত থাকি। নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করি। উইকেটের মাঝে দৌড়ের দিকে নজর রাখি। আমি সবসময় ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাট করার চেষ্টা করি। যখন সেই চেষ্টা কাজে লাগে তখন আনন্দ হয়। দলকে জেতানোর আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না।”
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রানের ইনিংস খেলেছেন কোহলি। ম্যাচ শেষ করে আসতে পারেননি তিনি। শতরানও হাতছাড়া হয়েছে। তিনি ম্যাচের সেরা হলেও একাই সব কৃতিত্ব নিতে নারাজ কোহলি। বাকিদের কথাও বলেছেন তিনি। কোহলি বলেন, “দলের সকলে যখন এগিয়ে আসে তখন খুব ভাল লাগে। এটা দলগত জয়। চাপের মুখে হার্দিকের দুটো ছক্কা খুব গুরুত্বপূর্ণ ছিল। রাহুল দুর্দান্ত ব্যাট করে খেলা শেষ করেছে। আমার সঙ্গে শ্রেয়স জুটি বেঁধেছে। তাই আমার কাছে এই জয়ে দলের প্রত্যেকের অবদান আছে। সকলে মিলে না খেললে ফাইনালে ওঠা যায় না। ফাইনালেও এ ভাবেই খেলতে চাই।”
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ব্যাটে রান ছিল না কোহলির। সমালোচনা হচ্ছিল তাঁর। এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রান করতে না পারলে চাপ আরও বাড়ত। কিন্তু কোহলি হয়তো সে সব ভাবেননি। নিজের উপর ভরসা রেখেছেন। পরিশ্রম করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। আবার তাঁর উপর ভরসা করছে গোটা ভারত। ফাইনালেও এই খেলা দেখতে চাইছেন সকলে। কোহলি অবশ্য সে সব ভাবছেন না। তিনি মাঠে নামতে ভালবাসেন। ক্রিকেট খেলতে ভালবাসেন। ব্যাট করতে ভালবাসেন। রবিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে আরও এক বার সেটাই করতে চান কোহলি।