July Supermoon: হাত বাড়ালেই চাঁদ! আজ সন্ধে হলেই পৃথিবীর ঘাড়ে নিশ্বাস ফেলবে সুপারমুন…

 ‘ঝলসানো রুটি’ নয়, একেবারে বড় থালার মতো পূর্ণিমার চাঁদ। পোশাকি নাম সুপারমুন। আজ, সোমবার সন্ধেবেলায় উঠবে সেই সুপার চাঁদ। একে বলা হচ্ছে ‘জুলাই সুপারমুন’। এ বছরের প্রথম সুপারমুন। আজ রাতের আকাশে অসাধারণ উজ্জ্বল হয়ে দেখা দেবে এই চাঁদ।

আকাশ পর্যবেক্ষকদের কাছে বিষয়টি দারুণ উত্তেজক হতে চলেছে। রাতের আকাশে আজ তাঁরা দেখবেন, সচরাচর যেমন উজ্জ্বল হয়ে আকাশে ওঠে পূর্ণিমার চাঁদ তার চেয়ে  ঢের বেশি বড় ও দীপ্তিমান এক সুপারমুন। সাধারণত বছরে ১২টির মতো সুপারমুনের ঘটনা ঘটে। তবে চলতি বছরটি সেদিক থেকে একটু আলাদা। এ বছর ১৩টি সুপারমুন। 

সুপারমুনে শুধু যে চাঁদ উজ্জ্বলই হয়ে ওঠে তা নয়, চাঁদ এই উপলক্ষে পৃথিবীর অনেকটা কাছেও আসে। এবার যেমন চাঁদ পৃথিবীর দিকে ২১ হাজার কিলোমিটার এগিয়ে আসছে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার।  আজ সেই দূরত্ব কমে দাঁড়াচ্ছে ৩ লক্ষ ৬১ হাজার ৯৩৪ কিলোমিটার।

চাঁদের এই কাছে আসাটার মধ্যে কিন্তু আশ্চর্যের কিছু নেই। পৃথিবীকে বৃত্তাকার পথের বদলে উপবৃত্তাকার পথে (এলিপ্টিক্যাল অরবিট) প্রদক্ষিণ করে চাঁদ। উপবৃত্তের একটি দূরতম বিন্দু থাকে, নিকটতম বিন্দুও থাকে। ফলে, পৃথিবীর চারিদিকে ঘুরতে-ঘুরতে স্বাভাবিক নিয়মেই চাঁদ চলে আসে পৃথিবীর কাছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.