বাংলা ক্রিকেট দলে বাড়তি দায়িত্ব দেওয়া হল ঝুলন গোস্বামীকে। বাংলার মহিলা দলের ক্রিকেটার হওয়ার পাশাপাশি মেন্টরের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ এই বোলার। বৃহস্পতিবার সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল)-র তরফে এ কথা জানানো হয়েছে।
সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানিয়েছেন, বাংলার মহিলা দলের ক্রিকেটার হওয়ার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ঝুলনকে। মহিলাদের প্রতিটি বসয়ভিত্তিক দলের মেন্টরের ভূমিকা পালন করবেন তিনি। ভারতীয় দলে দীর্ঘ দিনের অভিজ্ঞতা ঝুলনের। তাঁর নেতৃত্বে বাংলার মহিলা ক্রিকেটের উন্নতি হবে বলে আশাবাদী সিএবি।
বাংলার অনূর্ধ্ব-১৬ দলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে অরিন্দম দাসকে। তাঁর সহকারী কে হবেন, তা এখনও জানায়নি সিএবি। বাংলার অনূর্ধ্ব-২৫ দলের কোচ প্রণব রায়ের সহকারী করা হয়েছে পার্থসারথী ভট্টাচার্যকে। বাংলার অনূর্ধ্ব-১৯ দলের কোচ দেবাং গাঁধীর সহকারী হিসাবে নিযুক্ত হয়েছেন সঞ্জীব সান্যাল।