Jalpaiguri, Kamtapuri language, কামতাপুরী ভাষা ও সাহিত্যকে তুলে ধরতে একাধিক বইয়ের উদ্বোধন জলপাইগুড়িতে

কামতাপুরী ভাষা ও সাহিত্যকে তুলে ধরতে একাধিক বইয়ের উদ্বোধন হল জলপাইগুড়িতে। বৃহস্পতিবার জলপাইগুড়ির ইন্দিয়া কলোনির কামতাপুরী ভাষা অ্যাকাডেমি অফিসে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মোট ১১টি বইয়ের উদ্বোধন করা হয়েছে। ২০২৩-২৪ সালের আর্থিক বর্ষে এই বই প্রকাশের অনুষ্ঠান বলে দাবি উদ্যোক্তাদের।

বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল- শ্রীমন্ত শংকরদেবের জীবন ও তোর্ষাপারের গল্প- লেখক নিপুচা প্রামাণিক। এছাড়া লেখালেখির জগতৎ ভাসিতে ভাসিতে- লেখক উমেশ শর্মা, গিয়ান চাষ- লেখক প্রবীণ রায়, মন খরালিত- লেখক দেবেন রায়, বাইল্য পাঠ- লেখক গণেশ বর্মণ, লেখা লেখাং হলং নদীত- লেখক সুশীতল দত্ত, আই মাটি- লেখক সুভাষ নাথ, কালসাইঞ্জা- লেখিকা নিয়তি রায়, আভাং ফুল- লেখক অনন্ত কুমার বর্মণ ও নোহার জিঞ্জির- লেখক বজলে রহমান।

এ দিনের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন কামতাপুরী ভাষা অ্যাকাডেমির সদস্য উত্তম বর্মণ, অমূল্য দেবনাথ, প্রসেনজিত রায়, সুরেশ চন্দ রায়, কৈলাশ কার্জি এছাড়া সদস্য সম্পাদক সি ভাসকে সহ অনেকে। কামতাপুরী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান অমিত রায় বলেন, “বিভিন্ন বই প্রকাশ্যের মধ্যে দিয়ে কামতাপুরী ভাষা ও সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.