লর্ডস টেস্টে ভারত হেরে গেলেও প্রশংসিত হয়েছে রবীন্দ্র জাডেজার লড়াই। দুই বোলারকে নিয়ে যে ভাবে তিনি দীর্ঘ ক্ষণ ক্রিজ়ে পড়ে থেকে ভারতকে জেতানোর আপ্রাণ চেষ্টা করেছেন, তাকে কুর্নিশ করলেন ভারতের কোচ গৌতম গম্ভীর। মুগ্ধ ভারতীয় অলরাউন্ডারের লড়াই দেখে।
রোহিত শর্মা, বিরাট কোহলি-উত্তর ভারতীয় ক্রিকেটে সবচেয়ে অভিজ্ঞ জাডেজাই। এখনও তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন ওঠে না। টানা চারটে অর্ধশতরানই তার প্রমাণ। ভারতীয় বোর্ডের প্রকাশিত এক ভিডিয়োয় গম্ভীর বলেছেন, “অবিশ্বাস্য একটা লড়াই দেখতে পেয়েছি। জাড্ডুর লড়াই সত্যিই অসাধারণ।”
লর্ডসে ১৯৩ রান তাড়া করতে নেমে ৪০ ওভারের মধ্যে আট উইকেট পড়ে গিয়েছিল ভারতের। জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজকে নিয়ে ৩৪ ওভার লড়াই করেছিলেন জাডেজা। তবু দলকে জেতাতে পারেননি।
সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেছেন, “জাডেজার ব্যাটিং এখন অন্য উচ্চতায় উঠে গিয়েছে। গত দুটো টেস্টে ওর ধারাবাহিকতাই তার প্রমাণ। সাজঘরে শান্তি নিয়ে আসে জাডেজা। এত বছর ধরে ওকে দেখে বুঝেছি কী ভাবে নিজের খেলার উন্নতি করেছে। রক্ষণ পাহাড়ের মতো। নিখুঁত ব্যাটারের মতোই খেলে।”
ব্যাটিং কোচ সীতাংশু কোটাক একসময় রাজ্য দলে জাডেজার সঙ্গে খেলেছেন। তিনি বলেছেন, “জাডেজা যে চাপ সামলাতে পারে এটা অনেক দিন থেকেই জানি। এত অভিজ্ঞতা ওর। দলের দরকারের সময়েই ও আসল খেলাটা খেলে। দলের জন্য খুব, খুব মূল্যবান ক্রিকেটার।”
জাডেজার সঙ্গে সেই লড়াইয়ে যিনি শামিল ছিলেন সেই মহম্মদ সিরাজও মুগ্ধ। বলেছেন, “জাডেজার মতো ক্রিকেটার খুঁজে পাওয়া সত্যিই কঠিন। আমরা ভাগ্যবান যে দলে ওর মতো একজনকে পেয়েছি।”