মেক্সিকো থেকে আগত হিস্পানিক অভিবাসীদের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই সরব তিনি। দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্টের কুর্সিতে বসার আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, এ বার মেক্সিকো উপসাগরের নামটাই বদলে দিতে চান তিনি!
আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসের বাসিন্দা হবেন তিনি। আনুষ্ঠানিক ভাবে আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। তার আগে মঙ্গলবার মার-এ-লাগোতে সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, ‘‘আমরা মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করতে যাচ্ছি। যেখানে একটি সুন্দর বলয় রয়েছে।’’ অনেকগুলি অঞ্চলকে ছুঁয়ে থাকা এই উপসাগরের উপযুক্ত নাম ‘আমেরিকা উপসাগর’।
‘সঠিক সময়ে’ তাঁর সরকার মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের জন্য পদক্ষেপ করবে বলেও ঘোষণা করেন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান নেতা। আমেরিকার প্রেসিডেন্ট পদে প্রথম মেয়াদে মেক্সিকো থেকে আগত ‘অবৈধ অভিবাসী’দের ঠেকাতে সীমান্তে বেড়া বসানোর কাজ শুরু করিয়েছিলেন ট্রাম্প। মঙ্গলবারের সাংবাদিক বৈঠকেও পড়শি দেশকে নিশানা করে তিনি বলেছেন, ‘‘ওটা (মেক্সিকো) একটা বিপজ্জনক দেশ।’’