ISC: আইএসসি দ্বাদশ রেজাল্ট: ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়ে দেশে প্রথম বাংলার ছয় মেধাবী

প্রকাশিত হল আইএসসি দ্বাদশের বোর্ড পরীক্ষার ফলাফল। এই পরীক্ষায় দেশে প্রথম হয়েছেন ১৮ জন পরীক্ষার্থী। যার মধ্যে ছ’জনই পশ্চিমবঙ্গের। তিন জন কলকাতার।

মোট ৯৬ হাজার ৯৪০জন ছাত্র ছাত্রী ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেশেন (আইএসসি) পরীক্ষায় বসেছিলেন। যার মধ্যে এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষা দিয়েছিলেন ২৭ হাজার ৫৬৯ জন পরীক্ষার্থী। আইএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, এ রাজ্যে ৯৯.১৫ শতাংশ পড়ুয়া পাশ করেছেন। যেখানে দেশের পাশের হার ৯৯.৩৮ শতাংশ। তবে দেশ এব‌ং রাজ্য উভয় ক্ষেত্রেই পাশের হারে ছাত্রীরা এগিয়ে রয়েছেন ছাত্রদের থেকে।

যাঁরা প্রথম হয়েছেন, তাঁদের প্রাপ্ত নম্বর ৩৯৯। শতাংশের হিসেবে ৯৯.৭৫। পশ্চিমবঙ্গে যে ছ’জন পরীক্ষার্থী এই নম্বর পেয়েছেন তাঁদের নাম, মহম্মদ আর্শ মুস্তাফা (দ্য ফ্র্যাঙ্ক অ্যান্টনি পাবলিক স্কুল, কলকাতা), প্রতীতী মজুমদার (সল্টলেক স্কুল, কলকাতা), অপূর্ব কাশিশ (জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন, কলকাতা), পৃথ্বিজ মণ্ডল (সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন, পানিহাটি), নিখিল কুমার প্রসাদ (সানসাইন স্কুল, বীরপাড়া, আলিপুরদুয়ার) এবং অভিষেক বিশ্বাস (সেন্ট ক্ল্যারেট স্কুল, দেবপুকুর, উত্তর ২৪ পরগনা)। এ ছাড়া ৯৯.৫০ শতাংশ নম্বর অর্থাৎ ৩৯৮ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ১৯ জন। বাংলার ১৬ জন তৃতীয় স্থান অধিকার করেছেন ৯৯.২৫ শতাংশ অর্থাৎ ৩৯৭ নম্বর পেয়ে।

রাজ্যে মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের পাশের হার ৯৯.৪১ শতাংশ। ছেলেদের পাশের হার তুলনায় কিছুটা কম—৯৮.৯৩ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.