নজরে রয়েছে মহম্মদ শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। প্রথম ম্যাচে উইকেটও নিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শামি কতটা তৈরি। জবাব দিলেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। মুখ খুললেন রোহিত শর্মার ফর্ম নিয়েও।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি সারছে ভারত। রবিবার কটকে দ্বিতীয় এক দিনের ম্যাচ। তার আগে শামিকে নিয়ে সীতাংশু বলেন, “শামি ১৪ মাস পরে আবার জাতীয় দলে ফিরেছে। তবে এখন ও পুরো সুস্থ। ছন্দে বল করছে। সেই আগের শামিকে আমরা দেখতে পাচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ও পুরো তৈরি।”
জসপ্রীত বুমরাহের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে সংশয় রয়েছে। তিনি যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন তা হলে শামিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে। কারণ, ভারতের অপর দুই পেসার হর্ষিত রানা ও অর্শদীপ সিংহ তরুণ। তাই শামির উপর অনেক কিছু নির্ভর করছে। সেই কারণেই সম্পূর্ণ সুস্থ শামিকে চাইছে ভারত। সেই পথেই এগোচ্ছেন ভারতীয় পেসার।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিতের ব্যাটিং নিয়ে সমালোচনা হচ্ছে। একের পর এক ম্যাচে ব্যর্থ হয়ে ফিরছেন তিনি। কিন্তু ভারতীয় ম্যানেজমেন্ট রোহিতকে নিয়ে চিন্তিত নয়। তেমন ইঙ্গিতই দিয়েছেন সীতাংশু। তিনি বলেন, “আমার মতে, রোহিতকে নিয়ে চিন্তার কিছু নেই। এই সিরিজ়ের আগে শেষ তিনটে এক দিনের ম্যাচে ও ৫৬, ৬৪ ও ৩৫ রান করেছে। তার মানে ওর গড় ভাল। আমরা এমন এক জনের কথা বলছি যার এক দিনের ক্রিকেটে ৩১টা শতরান রয়েছে।”
সীতাংশুর মতে, সকলেরই খারাপ সময় আসে। সেই সময়টা পেরিয়েও যায়। অত চিন্তা করার কিছু নেই। ভারতের ব্যাটিং কোচ বলেন, “সব ব্যাটারেরই খারাপ সময় আসে। রোহিতেরও এসেছে। এতে চিন্তার কিছু দেখছি না। খুব তাড়াতাড়ি ও রানে ফিরবে। এই বিশ্বাস আমাদের আছে।”