গ্লেন ম্যাক্সওয়েল বাউন্ডারির ধারে থাকলে সব সময়েই অবিশ্বাস্য কিছু দেখার অপেক্ষায় থাকেন সমর্থকেরা। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সেটাই দেখা গিয়েছে। ম্যাক্সওয়েলের একটি ক্যাচ নিয়ে বিশ্ব জুড়ে আলোচনা হচ্ছে। রয়েছে বিতর্কও। ম্যাক্সওয়েল সেই ক্যাচ ধরে আইসিসি-র নিয়ম ভেঙেছেন কি না, তা নিয়ে জল্পনা চলছে।
তখন দক্ষিণ আফ্রিকার ইনিংসের শেষ ওভার চলছে। ৫ বলে ২১ রান দরকার ছিল। এমন সময় বেন ডোয়ারশুইসের বলে রায়ান রিকেলটন তুলে মেরেছিলেন। সেই বল ছক্কা হয়ে যাচ্ছিল। বাউন্ডারির ভেতরে থাকা ম্যাক্সওয়েল সেই বল লুফে আবার শূন্যে ছুড়ে দেন। তার পর বাউন্ডারির ভেতরে ঢুকে সেই বল তালুবন্দি করেন।
আপাতদৃষ্টিতে সেই ক্যাচ দেখে সন্দেহজনক কিছু মনে হয়নি। ম্যাক্সওয়েল হাত থেকে বল ছোড়ার সময় শূন্যে ছিলেন। ক্যাচ ধরার সময় বাউন্ডারির এ পারে চলে গিয়েছিলেন। রিপ্লে-তে তা বোঝা গিয়েছে। এ ধরনের ক্যাচের জন্য সম্প্রতি একটা নিয়ম করেছে আইসিসি। তারা ‘বানি-হপ’ ক্যাচ নিষিদ্ধ করেছে।
সেই নিয়মে যা বলা আছে, তাতে ম্যাক্সওয়েলের ক্যাচ বৈধ। আইসিসি জানিয়েছে, যদি কোনও খেলোয়াড় বাউন্ডারির বাইরে শূন্যে থাকা অবস্থায় এক বার বল স্পর্শ করেন, তা হলে সেই ক্যাচ বৈধ। যদি একাধিক বার বল স্পর্শ করেন তা হলে অবৈধ।
২০২৩-এ অস্ট্রেলিয়ারই মাইকেল নেসের বাউন্ডারির বাইরে দু’বার বল স্পর্শ করে তার পর সীমানার ভেতরে ঢুকে ক্যাচ নিয়েছিলেন। তখন ওই ক্যাচ নিয়ে হইচই হয়েছিল। এখন সেই ধরনের ক্যাচ অবৈধ। তবে ম্যাক্সওয়েলের ক্যাচ নিয়ে সমস্যা নেই।