গত আইপিএলে ষষ্ঠ স্থানে শেষ করেছে হায়দরাবাদ। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি। মরসুম শেষ হওয়ার মাস দুয়েক পরেই বোলিং কোচ বদলে ফেলল তারা। নিয়োগ করল বরুণ অ্যারনকে, যিনি প্রতিভা থাকা সত্ত্বেও দীর্ঘ দিন জাতীয় দলে ব্রাত্য থেকে অবসর নিয়েছেন। নিউ জ়িল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জেমস ফ্র্যাঙ্কলিনের জায়গা নিলেন তিনি।
সোমবার সমাজমাধ্যমে বরুণের নাম ঘোষণা করেছে হায়দরাবাদ। এ বছরের ১০ জানুয়ারি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন তিনি। বিজয় হজারে ট্রফি থেকে ঝাড়খন্ড বিদায় নিতেই সিদ্ধান্ত নেন। জানিয়েছিলেন, ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকবেন। ক্রিকেট ছাড়ার পর কাজ করছিলেন ধারাভাষ্যকার হিসাবে। এ বার আইপিএলের চুক্তিও পেয়ে গেলেন।
২০১০-১১ মরসুমে প্রথম বার নজরে আসেন মহেন্দ্র সিংহ ধোনির রাজ্যের ক্রিকেটার। ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে বল করার কারণে দ্রুত নির্বাচকদের নজরে আসেন। তাঁর এবং উমেশ যাদবের উপর আলাদা করে নজর দেয় বোর্ড। তবে উমেশ দেশের হয়ে ৫০টির বেশি টেস্ট খেললেও বরুণ ন’টির বেশি খেলতে পারেননি।
গোটা কেরিয়ারেই বার বার চোট-আঘাতের মোকাবিলা করতে হয়েছে বরুণকে। বলের গতি বজায় রাখতে গিয়ে শরীরে যে চাপ পড়ত, তার দিকে ঠিক করে নজর দিতে পারেননি। শেষ বার ২০১৫ সালে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন। এ বার প্যাট কামিন্স, মহম্মদ শামিদের বোলিং শেখাবেন তিনি।