অনুপ্রবেশকারীরা মুখের ভাত কেড়ে নিচ্ছে! এটা সহ্য করব না, বাংলা নিয়ে বিতর্কের মাঝেই লালকেল্লায় হুঁশিয়ারি মোদীর

৭৯তম স্বাধীনতা দিবসে অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘোষণা করলেন কেন্দ্রের নতুন অভিযানের কথা। প্রধানমন্ত্রী জানিয়েছেন, অনুপ্রবেশকারীদের জন্য দেশের জনবিন্যাস বদলে যাচ্ছে। নতুন ‘জনবিন্যাস অভিযান’-এর মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে। অনুপ্রবেশকারীদের হাত থেকে দেশকে বাঁচানো হবে। অন্য দেশ থেকে যাঁরা ভারতে প্রবেশ করছেন, তাঁরা এ দেশের তরুণ প্রজন্মের মুখের ভাত কেড়ে নিচ্ছেন, মন্তব্য প্রধানমন্ত্রীর। এটা সহ্য করা হবে না, জানিয়েছেন তিনি।

প্রতি বছরের মতো এ বারও স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার অনুষ্ঠানে ছিলেন মোদী। সেখান থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘‘আমি একটা চ্যালেঞ্জ সম্পর্কে দেশের মানুষকে সতর্ক করে দিতে চাই। সুচিন্তিত ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশের জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে। নতুন নতুন সমস্যার বীজ বপন করা হচ্ছে। অনুপ্রবেশকারীরা আমাদের তরুণ প্রজন্মের জীবিকা কেড়ে নিচ্ছে। আমাদের মা-বোনেদের নিশানা করছে। এটা সহ্য করা হবে না।’’

অনুপ্রবেশকারীদের নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তৎপরতা বেড়েছে। বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ধরপাকড় শুরু হয়েছে। অভিযোগ, অনেককে গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়েও দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল এর বিরুদ্ধে সরব। কিছু দিন আগে বিতর্কের আগুনে ঘি ঢালে দিল্লি পুলিশের একটি চিঠি, যেখানে পরিযায়ী শ্রমিকদের ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করা হয়। শুক্রবার প্রধানমন্ত্রী বাংলা বা বাংলাদেশের নাম করেননি। বলেছেন, ‘‘এই অনুপ্রবেশকারীরা আমাদের আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে। তাঁদের ভুল বোঝাচ্ছে। দেশ এটা সহ্য করবে না।’’

অনুপ্রবেশকারীদের জন্য সীমান্ত এলাকায় জনবিন্যাস বদলে যাচ্ছে বলে মনে করছেন প্রধানমন্ত্রী। একে জাতীয় নিরাপত্তার পক্ষেও বিপজ্জনক বলেছেন তিনি। মোদীর কথায়, ‘‘সীমান্ত এলাকায় জনবিন্যাসে পরিবর্তন জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। এর মাধ্যমে সংঘর্ষের বীজ বপন হচ্ছে। অনুপ্রবেশকারীদের সামনে কোনও দেশ মাথা নত করতে পারে না। আমরা কী ভাবে করব? আমাদের পূর্বপুরুষেরা আমাদের স্বাধীনতা উপহার দিয়ে গিয়েছেন। অনুপ্রবেশকারীদের রুখে তাঁদের প্রতি কর্তব্য আমাদের পালন করতে হবে।’’

উল্লেখ্য, সীমান্তে অনুপ্রবেশ নিয়ে দীর্ঘ দিন ধরেই সরব কেন্দ্রের বিজেপি সরকার। বিশেষ করে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে বহু মানুষ ভারতে ঢুকে পড়ছেন বলে অভিযোগ। তার পর তাঁরা এ দেশের নাগরিক হিসাবেই থেকে যাচ্ছেন। ফলে জনসংখ্যা বেড়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বার বার সরব হয়েছেন। এ বার লালকেল্লা থেকেও সেই প্রসঙ্গ তুললেন মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.