ভারত বিশ্বের যেখানেই ক্রিকেট খেলতে যাক না কেন, মাঠে দেখা যায় তাঁদের। ‘ভারত আর্মি’-র সদস্যেরা সব জায়গায় দলকে সমর্থন করতে পৌঁছে যান। ইংল্যান্ডেও সেই ছবি ধরা পড়েছে। শনিবার ওভালের গ্যালারিতে দেখা যাবে গোলাপি রঙের আভা। এই সিদ্ধান্ত নিয়েছে ‘ভারত আর্মি’।
২ অগস্ট ওভালে ‘পিঙ্ক ডে’ পালন করবে ‘ভারত আর্মি’। ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়াতে এই পদক্ষেপ। বিশ্ব জুড়ে ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করবেন ভারতীয় সমর্থকেরা। ব্রিটেনের এক সংস্থা ‘লিম্ফোমা অ্যাকশন’-এর সঙ্গে যৌথ ভাবে এই পরিকল্পনা করা হয়েছে। লিম্ফোমা ক্যানসার আক্রাম্তদের নিয়ে কাজ করে। তারা পাশে পেয়েছে ‘ভারত আর্মি’-কে।
শনিবার ওভালে ৭ নম্বর ব্লকে দেখা যাবে গোলাপি আভা। ওই ব্লকে বসে খেলা দেখেন ‘ভারত আর্মি’-র সদস্যেরা। তাঁরা এক রকমের বিশেষ গোলাপি পোশাক পরে খেলা দেখতে আসবেন। ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে নানা রকমের পোস্টার ও ব্যানার নিয়ে আসবেন তাঁরা। গ্যালারিতে কয়েকশো ভারতীয় সমর্থককে দেখা যাবে গোলাপি পোশাকে।
‘ভারত আর্মি’-র এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ‘লিম্ফোমা অ্যাকশন’। সমাজমাধ্যমে তারা লিখেছে, “আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করি এই রোগে আক্রান্ত কেউ যেন নিজেকে একা না ভাবেন। সেই উদ্যোগে আমরা ভারত আর্মিকে পাশে পেয়েছি।”
এই প্রসঙ্গে ‘ভারত আর্মি’-র প্রতিষ্ঠাতা রাকেশ পটেল বলেন, “ক্রিকেট সকলকে কাছে আনে। পিঙ্ক ডে এমন একটা উদ্যোগ যার মধ্যে দিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজে আমরা এক হতে পারি। আমরা লিম্ফোমা অ্যাকশনকে সাহায্য করতে পেরে গর্বিত। ভারত আর্মি সবসময় চেষ্টা করে খেলার মধ্যে দিয়ে একটা ভ্রাতৃত্ব ছড়িয়ে দিতে। সেই কাজ আমরা করে যাব।”
অস্ট্রেলিয়াতেও টেস্ট সিরিজ়ে একটা দিন পিঙ্ক ডে হিসাবে পালন করা হয়। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রার সংস্থা এই কাজ করে। একই ছবি দেখা যায় দক্ষিণ আফ্রিকাতেও। এ বার ওভালেও সেই ছবি ধরা পড়বে। তাতে জুড়ে গেল ভারতীয় সমর্থকদের নাম।