পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করার জন্য সিঁদুর অভিযান চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। অভিযান শেষ হওয়ার পাঁচ মিনিট পরে পাকিস্তানকে সেই কথা জানানো হয়েছিল। মঙ্গলবার এমনটাই জানালেন ভারতীয় সেনার সর্বাধিনায়ক (সিডিএস) জেনারেল অনিল চৌহান। পাকিস্তানকে সিঁদুর অভিযান নিয়ে ঠিক কখন জানানো হয়েছিল, সেই সময় নিয়ে জাতীয় রাজনীতির অঙ্গনে এর আগে বিতর্ক তৈরি হয়। এই নিয়ে মোদী সরকারের দিকে আঙুল তুলেছিল কংগ্রেস। মনে করা হচ্ছে, মঙ্গলবার কংগ্রেসের সেই সমালোচনারই জবাব দিলেন জেনারেল চৌহান।
সাবিত্রীবাঈ ফুলে পুণে বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে মঙ্গলবার যোগদান করেন জেনারেল চৌহান। সেখানে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিভিন্ন তথ্য দেন তিনি। সেনা সর্বাধিনায়ক বলেন, ‘‘যে দিন (৭ মে) অভিযান করেছিলাম, সেই দিনই পাকিস্তানকে জানিয়েছি। রাত ১টা থেকে দেড়টার (ভারতীয় সময়) মধ্যে অভিযান করেছিলাম। অভিযান শেষ হওয়ার পাঁচ মিনিট পরে পাকিস্তানকে ফোন করে বলেছিলাম, আমরা এই করেছি।’’
জেনারেল চৌহান জানিয়েছেন, পাকিস্তানের জঙ্গিঘাঁটিই শুধু নিশানা করেছিল ভারত। জনবসতি বা সেনাঘাঁটি নিশানা করেনি ভারতীয় সেনাবাহিনী। জেনারেল চৌহান আরও বলেন, ‘‘ওদের (পাকিস্তান) ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (ডিজিএমও)-কে আমরা জানাই যে, কেবল ওদের জঙ্গিঘাঁটি নিশানা করেই আমরা হানা দিয়েছি। সেনাঘাঁটি নিশানা করিনি। নিশ্চিত করি যে, এই অভিযানে কোনও ক্ষয়ক্ষতি হয়নি, বিশেষত সাধারণ মানুষের।’’
গত মাসে কংগ্রেসের তরফে বিদেশমন্ত্রী জয়শঙ্করের বক্তব্য উদ্ধৃত করে দাবি করা হয় যে, বিদেশমন্ত্রী বলেছেন, ‘‘অপারেশন সিঁদুর শুরু করার আগে পাকিস্তানকে জানানো হয়েছিল।’’ এক্স (সাবেক টুইটার)-এ জয়শঙ্করের মন্তব্যের ভিডিয়ো পোস্ট করে রাহুল গান্ধী লিখেছিলেন, এ ভাবে অভিযানের বিষয়ে পাকিস্তানকে আগাম জানিয়ে দেওয়া ‘অপরাধ’ (আনন্দবাজার ডট কম সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)। মোদী সরকারের তরফে জানানো হয়, অভিযানের আগে নয়, পরে জানানো হয়েছিল পাকিস্তানকে। জয়শঙ্করও সংসদীয় কমিটিতে জানান, অভিযানের পরেই পাকিস্তানকে জানানো হয়। এ বার সেনা সর্বাধিনায়কও জানিয়ে দিলেন, অভিযান শেষ হওয়ার পাঁচ মিনিট পরে পাকিস্তানকে বিষয়টি জানানো হয়েছিল।
জেনারেল চৌহান এই সিঁদুর অভিযানকে ‘ঐতিহাসিক সাফল্য’ বলেও মঙ্গলবার বর্ণনা করেন। তিনি এ-ও জানান, পাকিস্তানের পরিকল্পনা ছিল ৪৮ ঘণ্টার মধ্যে ভারতকে নত হতে বাধ্য করা। যদিও আট ঘণ্টার মাথাতেই তারা যুদ্ধবিরতির আবেদন করতে বাধ্য হয়েছিল। প্রসঙ্গত, সিঁদুর অভিযানের পরে ভারতের সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে আঘাত হানার চেষ্টা করেছিল পাকিস্তান। সেই চেষ্টা ব্যর্থ করে ভারত। জেনারেল চৌহান বলেন, ‘‘১০ মে রাত ১টার সময় তাদের লক্ষ্য ছিল, পরের ৪৮ ঘণ্টার মধ্যে ভারতকে নত হতে বাধ্য করা। অনেক হানা চালায়। সংঘাত আসলে ওরাই শুরু করে। আমরা শুধুই জঙ্গিঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিলাম।’’
তার পরেই জেনারেল চৌহান বলেন, ‘‘যে অভিযান ৪৮ ঘণ্টা চলবে বলে ওরা ভেবেছিল, তা আট ঘণ্টায় শেষ হয়ে য়ায়। তার পরেই ফোন করে বলে, কথা বলতে চায়।’’ প্রসঙ্গত, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির কথা ঘোষণা করে ভারতীয় সেনা। তার আগে সমাজমাধ্যমে পোস্ট দিয়ে দুই দেশকে অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সংবাদমাধ্যমগুলি জানায়, কী ভাবে দুই দেশের মধ্যে ‘মধ্যস্থতা’ করেছে ট্রাম্প প্রশাসন। পাকিস্তান দাবি করেছিল যে, তারা যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি। ভারত দিনক্ষণ উল্লেখ করে জানিয়ে দেয় যে, পাকিস্তানের তরফেই এসেছিল যুদ্ধবিরতির প্রস্তাব। মঙ্গলবার আরও এক বার তা স্পষ্ট করেন জেনারেল চৌহান।