ভারত নাকি পহেলগাঁওকাণ্ডকে ‘অজুহাত’ বানিয়ে পাকিস্তানের উপর হামলা চালিয়েছে। এমনটাই দাবি পাক প্রধানমন্ত্রীর। সংঘর্ষ বিরতির ঘোষণার পরই সাংবাদিক বৈঠকে শেহবাজ শরীফ সেটিকে তাদের ‘ঐতিহাসিক জয়’ বলে ঘোষণা করেছেন।
1/8

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় তিন দিন ধরে ভারত পাকিস্তানের ঘাত প্রত্যাঘাতের পর শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান উভয় পক্ষ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে।
2/8

এই ঘোষণার পরই সাংবাদিক বৈঠকে ফের নিলর্জ্জতার প্রমাণ দেয় পাক সরকার। কথায় আছে ‘চোরের মায়ের বড় গলা’, আর সেই কথাই অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়েছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সংঘর্ষ বিরতির চুক্তিকে তাদের ‘ঐতিহাসিক জয়’ বলে ঘোষণা করেন।
3/8

ভারতের আক্রমণাত্মক মনোভাবের জবাব দেওয়ার জন্য পাক সেনার প্রশংসায় পঞ্চমুখ হন শেহবাজ। এমনকি তিনি বলেন যে ভারত ২২ এপ্রিল পহেলগাঁও হত্যাকাণ্ডকে ‘অজুহাত’ বানিয়ে তাদের দেশে হামলা চালিয়েছে।
4/8

পাক প্রধানমন্ত্রীর এই ধরণের বক্তব্য শুধুমাত্রই নিলর্জ্জতার প্রমাণ দেয়। তিনি বলেন, ‘আমাদের অপারেশন ঘৃণা, হিংসা এবং ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে। এটা আমাদের নীতি এবং শ্রদ্ধার জয়। আমরা এমন এক শত্রুর বিরুদ্ধে এটি করেছি যা একটি সম্মানিত দেশ। এই জয় কেবল সশস্ত্র বাহিনীর জন্য নয়, সমগ্র জাতির জয়।’
5/8

শেহবাজের বক্তব্যে সংঘর্ষবিরতিকে কূটনৈতিক বোঝাপড়া হিসাবে নয়, পাকিস্তানের কথিত সামরিক শক্তির ফলাফল হিসেবে উপস্থাপন করা হয়। তিনি বলেন, ‘আমরা শত্রুকে এমন ভাষায় জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যা তারা খুব ভালোভাবে বোঝে।’
6/8

প্রধানমন্ত্রী ঘোষণা করে বলেন যে এই চুক্তিকে পাকিস্তান একটি ‘আত্মমর্যাদাশীল এবং ন্যায়পরায়ণ জাতি’ এর প্রমাণ হিসেবে প্রশংসা করেন।
7/8

অন্যদিকে সংঘর্ষ বিরতির ঘোষণার পর ঘণ্টা তিনেক কাটতে না কাটতেই শ্রীনগরে শোনা যায় বিস্ফোরণের শব্দ। এক্স হ্যান্ডেলে এমনটাই জানান জম্মু ও কাশ্মীরের মুখ্য়মন্ত্রী ওমর আবদুল্লা।
8/8
