চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা শনিবার, এক দিন আগেই অধিনায়কের নাম জানিয়ে দিল ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা কবে হবে তা জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শনিবার দল ঘোষণা করা হবে। দুপুর সাড়ে ১২টায় দলের সদস্যদের নাম জানানো হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতৃত্ব দিতে চলেছেন রোহিত শর্মাই। তিনি সাংবাদিক বৈঠক করবেন। সঙ্গে থাকবেন নির্বাচক প্রধান অজিত আগরকর। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দলও একই সঙ্গে ঘোষণা করা হবে।

দল ঘোষণার আগে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে দু’জনকে নিয়ে। চোট সারিয়ে জসপ্রীত বুমরাহ খেলতে পারবেন কি না এবং ১৫ জনের দলে যশস্বী জয়সওয়ালের জায়গা হবে কি না তা নিয়ে জল্পনা চলছে। অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে চোট পেয়েছিলেন বুমরাহ। তাঁকে দু’সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছিল। যদিও তা খারিজ করেছেন বুমরাহ নিজেই।

অস্ট্রেলিয়া সফরের পর তাঁকে নিয়ে যতই সমালোচনা হোক, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে তিনিই অধিনায়ক থাকবেন তা সাংবাদিক বৈঠক করার ঘোষণাতেই বোঝা গিয়েছে। সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশিত একটি ভিডিয়োয় রোহিতকে ফ্লিক, ড্রাইভ, পুল শট খেলতে দেখা গিয়েছে। মুম্বইয়ের একটি মাঠে দৌড়নোর ভিডিয়োও ভাইরাল হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না তিনি।

যশস্বী নিয়ে অন্য মাথাব্যথা রয়েছে নির্বাচকদের। দলে সুযোগ দিলেও কোথায় খেলানো হবে তা নিয়ে নিশ্চয়তা নেই। কারণ রোহিত, বিরাট কোহলি, শুভমন গিল, কেএল রাহুল এবং শ্রেয়স আয়ার প্রথম পাঁচে থাকবেন। এঁদের কাকে বাদ দিয়ে যশস্বীকে খেলানো হবে তা নিয়ে চর্চা হতেই পারে। হয়তো যশস্বীকে ইংল্যান্ড সিরিজ়ে খেলিয়ে রাহুলকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়া হতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত রয়েছে গ্রুপ বি-তে। তাদের সঙ্গে রয়েছে পাকিস্তান, নিউ জ়‌িল্যান্ড এবং বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের। ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.