টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনও এক দিনের ক্রিকেট খেলবেন রোহিত শর্মা। ভারতীয় দল আপাতত এশিয়া কাপ খেলতে ব্যস্ত। টি-টোয়েন্টি ফরম্যাটের সেই প্রতিযোগিতায় নেই রোহিত। তবে ঘরে বসে নেই তিনি। অন্য এক সিরিজ়ের প্রস্তুতিতে ব্যস্ত ভারতের এক দিনের দলের অধিনায়ক।
‘রেভস্পোর্টজ়’ জানিয়েছে, বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘সেন্টার অফ এক্সেলেন্স’ বা সিওএ-তে রয়েছেন রোহিত। আপাতত সেখানেই থাকবেন তিনি। অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ় রয়েছে ভারতের। সেই সিরিজ়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। আগামী এক সপ্তাহ সিওএ-তে থেকেই প্রস্তুতি সারবেন তিনি।
রিপোর্টে জানানো হয়েছে, অনুশীলনের সময় রোহিত যে উইকেট চেয়েছেন সেখানে বাউন্স রয়েছে। অস্ট্রেলিয়ার পিচে বাউন্স বেশি থাকে। সেখানে খেলতে যাতে সমস্যা না হয় তার জন্যই এই ধরনের উইকেটে অনুশীলন করছেন তিনি।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর দেশের হয়ে ছোট ফরম্যাটকে বিদায় জানিয়েছেন রোহিত। চলতি বছর দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন। আইপিএলের মাঝেই টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করে দেন তিনি। এখন বাকি শুধু এক দিনের ক্রিকেট। ২০২৭ সালের বিশ্বকাপে খেলার লক্ষ্য রয়েছে তাঁর। তবে সেই লক্ষ্য পূরণ হবে কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। জল্পনা শুরু হয়েছে, অস্ট্রেলিয়াতেই হয়তো শেষ বার ভারতের জার্সিতে খেলবেন রোহিত। সে সব আপাতত ভাবছেন না তিনি। অস্ট্রেলিয়া সিরিজ়ের প্রস্তুতি সারছেন রোহিত।