সারা পৃথিবীতে একমাত্র তিনিই শুল্কের বিষয়টি ভাল ভাবে বুঝতে পেরেছেন। সেই অনুযায়ী শুল্ককে কাজে লাগাতে পেরেছেন। শুল্কের কারণেই আমেরিকার হাতে এসেছে ‘অসীম’ ক্ষমতা। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্কের চাপ কমাতে ভারত থেকে প্রস্তাব আসছে বলে জানিয়েছেন তিনি।
একটি রেডিয়ো শো-তে কথা বলতে গিয়ে বাণিজ্য এবং শুল্ক প্রসঙ্গে মন্তব্য করেছেন ট্রাম্প। ভারত ছাড়াও আরও দুই দেশের উল্লেখ করেছেন। বলেছেন, ‘‘শুল্ক দিয়ে চিন আমাদের মেরে ফেলে। ভারত আমাদের মেরে ফেলে। ব্রাজ়িলও আমাদের মেরে ফেলে। ওদের চেয়ে শুল্কের বিষয়টা আমি ভাল বুঝেছি। পৃথিবীর যে কোনও মানুষের চেয়ে আমি ভাল ভাবে শুল্ক বুঝতে পেরেছি।’’ ভারত শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে বলে আবার দাবি করেছেন ট্রাম্প। বলেছেন, ‘‘সারা পৃথিবীতে সবচেয়ে বেশি শুল্ক নিত ভারত। আর এখন ওরা শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব দিচ্ছে। কোনও শুল্কই আর থাকবে না। যদি আমি শুল্ক আরোপ না করতাম, ওরা কখনও এই প্রস্তাব দিত না। ফলে শুল্ক খুবই দরকার।’’
সম্প্রতি আমেরিকার একটি আদালত ট্রাম্পের আরোপিত অনেক শুল্ককে বেআইনি বলে উল্লেখ করেছে। শুল্কগুলির উপর এখনও পর্যন্ত স্থগিতাদেশ জারি করা হয়নি। ট্রাম্প এই সংক্রান্ত মামলা মার্কিন সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার সময় পেয়েছেন। সেই প্রেক্ষিতে শুল্কের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে ট্রাম্প বলেন, ‘‘শুল্ক আমেরিকাকে সমঝোতা করার মারাত্মক ক্ষমতা দিয়েছে।’’
ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার জন্য ‘শাস্তিমূলক’ এই শুল্ক। যদিও রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা হওয়া সত্ত্বেও চিনের উপর এই শুল্ক আরোপ করা হয়নি। এ ছাড়া, ব্রাজ়িলের উপর আমেরিকা আরোপ করেছে ৫০ শতাংশ শুল্ক। এখনও পর্যন্ত মার্কিন শুল্কের এই হারই সর্বোচ্চ।
ভারত বরাবরই জানিয়ে এসেছে, জাতীয় স্বার্থ এবং বিশ্ব বাজারে তেলের দামের কথা মাথায় রেখে বাণিজ্য নীতি স্থির করা হয়। এখনও এ নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। আমেরিকার পণ্য থেকে শুল্ক সম্পূর্ণ তুলে নেওয়ার প্রস্তাব ভারত দিয়েছে বলে ট্রাম্প যে দাবি করছেন, নয়াদিল্লি এখনও তা নিশ্চিত করেনি। পীযূষ জানান, নভেম্বরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পূর্ণ হতে পারে ভারত ও আমেরিকার মধ্যে। এর মাঝেই ভারতের শুল্ক তুলে নেওয়ার প্রস্তাবের দাবি পুনর্ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট।