সিরিজ জেতা গিয়েছিল আগেই। নিয়মরক্ষায় টি-টোয়েন্টিতেও ইংল্যান্ডকে দুরমুশ করে দিল ভারত। আবর সাগরে তীরে আছড়ে পড়ল অভিষেক-সুনামি!ভারতীয় হিসাবে টি-২০তে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন অভিষেক শর্মা। ভারতীয় হিসাবে টি-২০তে দ্বিতীয় দ্রুততম আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকালেন তিনি।
মুম্বইয়ে ম্যাচ। ওয়াংখেড়ে গ্যালারিতে যেন চাঁদের হাট! ম্যাচ দেখতে হাজির একঝাঁক তারকা। কিন্তু প্রচারে সব আলো কেড়ে নিলেন অভিষেকই! এদিন টসে জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক। ২০ ওভারে ২৪৭ রান উঠল। তার মধ্যে একা অভিষেক করলেন ১৩৫। নজির গড়ল টিম ইন্ডিয়াও। টি-২০ দ্রুততম একশো ও পাওয়ার প্লে-তেও সর্বোচ্চ রান।
এদিকে ২৪৮ রানে টার্গেট তাড়া করতে নেমে বেশ আগ্রাসী মেজাজেই শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু ইনিংস যত গড়িয়ে থাকে, ততই খেই হারাতে থাকে ইংরেজ ব্যাটাররা। দুটি করে উইকেট পেয়েছেন বরুণ চক্রবর্তী, শিবম দুবে এবং অভিষেক শর্মা। রবি বিষ্ণোই একটি। বিধ্বংসী হয়ে ওঠলেন শামিও। ৩ উইকেট নিলেন তিনিও। নিটফল? ১০ ওভারে ৯৭ রানে অলআউট ইংল্যান্ড।