বিশ্ব স্তন্যপান দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে স্থায়ী ভাবে ব্রেস্ট ফিডিং কর্নার করার উদ্যোগ গ্রহণ করা হল। সোমবার জেলা সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে তৈরি করা ওই কর্নারের উদ্বোধন করলেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা।
দপ্তর সুত্রের খবর, ২০২১ সালের ২২ আগস্ট একটি অস্থায়ী পরিকাঠামোতে এই কর্নার চালু করা হয়েছিলো। সেটাকেই এবার স্থায়ী রূপ দেওয়া হলো। জেলা শাসক জানিয়েছেন, দপ্তরে বিভিন্ন কাজে শিশু সন্তানকে নিয়ে মায়েরা আসেন। তাদের সুবিধার্থেই এই কর্নারের ব্যবস্থা করা হলো। তাছাড়া এই কর্নার থেকে মাতৃ দুগ্ধের উপকারিতা সম্পর্কে মায়েদের মধ্যে প্রচার করা হবে বলে জানিয়েছেন তিনি।
জানাগেছে, জেলা শাসকের দপ্তরের বিভিন্ন বিভাগে একাধিক কাজে দৈনিক প্রচুর মানুষ আসেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে। এদের মধ্যে অনেক মহিলাও আছেন। অনেকে আবার শিশু সন্তানকে নিয়েই হাজির হন দপ্তরে। ওই সব মায়েদের কথা চিন্তা করেই এই কর্নারের স্থায়ী পরিকাঠামো দেওয়া হলো।
জেলা সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে এই কর্নারের ভিতরে পৃথক আরো একটি ঘর তৈরি করা হয়েছে। জেলা শাসক বলেন, শিশু বন্ধব হিসেবেই কর্নার তৈরি হয়েছে। এই ধরণের কর্নার ব্লক গুলিতেও তৈরি করা হবে।