বনদপ্তরের পক্ষ থেকে হাতিকে বিরক্ত করা থেকে বারবার বিরত থাকার অনুরোধ জানানো সত্বেও উৎসুক জনতা তাতে কর্ণপাত করছে না। সব রকম সতর্কতামূলক আবেদন উপেক্ষা করে হাতিদের সমানে বিরক্ত করছেন গ্রামবাসীদের একাংশ। এরফলে প্রাণহানির প্রবল সম্ভবনা দেখা দিচ্ছে। ঝাড়গ্রাম জেলার জামবনী ব্লকের ঘুটিয়া বালিডিহা এলাকায় এরকম একটি ঘটনায় মৃত্যুর মুখ থেকে কোনও রকমে বেঁচে ফিরেছেন স্থানীয় এক যুবক।
ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় এরকম ঘটনা প্রায়ই ঘটে চলেছে। হাতির সঙ্গে জীবন নিয়ে এভাবেই উৎসাহিত কিছু মানুষ বিপদজনকভাবে পিছনের লেগে মৃত্যুকে হাতছানি জানাচ্ছে। আক্রমণ বা মৃত্যুর কবলে পড়লেও তাদের ভ্রুক্ষেপ নেই। হাতি দেখলেই পিছনে ছুটতে শুরু করে। ছবিতে দেখা যাচ্ছে এরকমই একটি ঘটনা। বুনো হাতি একযুবককে মাটিতে ফেলে শুঁড় দিয়ে পেঁচিয়ে ধরেছে। যদিও শেষপর্যন্ত যুবকটি প্রাণে বেঁচে গেছে।