অবশেষে টনক লড়লো মেদিনীপুর পৌরসভার। কিভাবে অবৈধভাবে কালভার্টের উপর তৈরি হয়েছে ক্লাব। আর সেই ক্লাবকে ঘিরেই তৈরি হয়েছে সরকারি রাস্তার উপর পাঁচিল। পৌর প্রধানের নির্দেশে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙ্গে ফেলল পৌর কর্তৃপক্ষ।

মহানালার উপরে কালভার্ট তৈরি করে তার উপর তৈরি হয়েছে ক্লাব, বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সুরাহা মেলেনি। অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের মদতেই এই ক্লাব গড়ে উঠেছে। আর তার ফলে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে বারবার তাদের নোটিশ ধরানো হলেও তারা কোনো কথাই গ্রাহ্য করেনি, বরং ক্লাবের আগে পিডব্লিউডির রাস্তার উপরেও পাঁচিল তুলে দিয়েছে। খোঁজ খবর নিয়ে জানা যায়, স্থানীয় কাউন্সিলর ডাক্তার গোলকবিহারী মাঝির প্রশ্রয়েই এই ক্লাব এভাবে মহানালার উপর গড়ে ওঠার সাহস দেখিয়েছে। বারবার পৌর কর্তৃপক্ষকে বিভিন্ন তরফে অভিযোগ জানিয়েও কাউন্সিলরের সহমত না থাকাতেই অবৈধ নির্মাণ ভাঙ্গতে পারেনি পৌর কর্তৃপক্ষ। কিন্তু গত দু’দিন আগে ঠিক রাস্তার পাশেই ইট দিয়ে পাঁচিল তুলে দেয় ক্লাব কর্তৃপক্ষ। যা দেখে হতবাক শহরবাসী। প্রশ্ন উঠছে শুধুমাত্র কাউন্সিলরের অঙ্গুলি হেলনেই কি এত সাহস ক্লাবের? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো গল্প?
তবে আজ দুপুরে সমস্ত গল্পের অবসান ঘটিয়ে পৌর কর্তৃপক্ষের আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে জেসিবি দিয়ে পুরো ক্লাব, পাঁচিল পরিষ্কার করে দেয়। ভেঙ্গে ফেলা হয় মহানালার উপর তৈরি করা কাল ভার্টটিও।