ইন্ডিয়ান হিস্ট্রি অ্যাওয়ারনেস অ্যান্ড রিসার্চ (আইএইচএআর) পশ্চিমবঙ্গ শাখা বিভিন্ন বিষয় নিয়ে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে।
বাংলার সমৃদ্ধ অর্থনৈতিক ঐতিহ্য ও ইতিহাস, সাহিত্যিক ঐতিহ্য, দৃশ্যমান, নির্মিত ও অদৃশ্য ঐতিহ্য, বাংলার ঐতিহ্য সংরক্ষণের শিল্প ও লক্ষ্য এবং বাংলার স্বাধীনতা আন্দোলনের বিস্মৃত বিপ্লবী আন্দোলনের ঐতিহ্য সহ নানা বিষয় আলোচিত হবে সভায়। জাতীয় গ্রন্থাগারের মতো একটি ঐতিহ্যপূর্ণ স্থানে এই সম্মেলন অনুষ্ঠিত হবে, যা এই আয়োজনের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
২৩ ফেব্রুয়ারি, রবিবার সকাল ১০:৩০ থেকে সন্ধ্যা ৬:৩০টা পর্যন্ত চলবে এই সভা। অনন্য বিষয়গুলির উপর ১৫ জন বক্তা এবং ৫টি প্যানেল আলোচনায় শিক্ষাবিদ, গবেষক, পণ্ডিত, ঐতিহ্য সংরক্ষণবিদ এবং লেখকরা একই মঞ্চে মিলিত হবেন। অনুষ্ঠানটিতে শ্রোতাদের জ্ঞান, তথ্য, আনন্দ এবং বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে গর্বে আলোকিত করার লক্ষ্য রাখা হচ্ছে।
আইএইচএআর পশ্চিমবঙ্গ শাখা বাংলার গৌরবময় ঐতিহ্যের প্রতি ভালোবাসা ও গর্ব রয়েছে এমন সকলের সহায়তায় এই সম্মেলন আয়োজন করতে পেরে গর্বিত।