ভারতীয় স্টার ব্যাটার সরফরাজ খান (Sarfaraz Khan) ও ধারাবাহিকতা সমার্থক। মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর আগুনে ফর্মে থেকেই, সরফরাজের জাতীয় দলের দরজা খুলে গিয়েছিল গতবছর। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে এসেছিল ইংল্যান্ড (England Tour Of India)। রাজকোটে সিরিজের তৃতীয় টেস্টে সরফরাজ ছিলেন প্রথম একাদশে। ২৭ বছরের ক্রিকেটারের আন্তর্জাতিক অভিষেক বিলম্বিত হওয়ার কারণ হিসেবে অনেকেই তাঁর অতিরিক্ত ওজনের কথা বলেছিলেন। নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিলেন ব্রাত্য ভারতীয় তারকা।
কঠিন ডায়েট মেনে এক-দু’কেজি নয়, একেবারে ১৭ কেজি কমিয়ে ফেললেন ৬ টেস্টে ৩৭১ রান করা মিডল অর্ডার ব্যাটার। সরফরাজের ‘ট্রান্সফর্মেশন’-এর ছবি এখন নেটপাড়ায় ভাইরাল।মুম্বইয়ের ব্যাটার ফিট থাকার জন্য বদলে ফেলেছেন খাওয়াদাওয়া। তাঁর ডায়েট প্ল্যানে আছে স্রেফ সেদ্ধ শাকসবজি এবং মুরগির মাংস। বর্ডার-গাভাসকর ট্রফিতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সরফরাজ একটিও খেলার সুযোগ পাননি এবং সর্বশেষ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৃতীয় টেস্ট খেলেছিলেন। এখনও পর্যন্ত সরফরাজ তাঁর কেরিয়ারে খেলা হাফ ডজন টেস্টে সরফরাজ একটি সেঞ্চুরি এবং তিনটি হাফ-সেঞ্চুরি নিয়ে ৩৭.১০ গড়ে ৩৭১ রান করেছেন। রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরের পর, ভারতের টেস্ট একাদশে দু’টি স্থান ফাঁকা হয়ে গিয়েছিল। মনে করা হয়েছিল যে, চলতি ভারত-ইংল্যান্ড ৫ ম্যাচের টেস্ট সিরিজে তিনি হয়তো দলে সুযোগ পাবেন। তবে তেমনটা হয়নি।
সরফরাজকে ইংল্যান্ডের বিরুদ্ধে দলে না দেখতে পেয়ে হতবাক হয়েছেন অনেক সিনিয়র ক্রিকেটারই। হরভজন সিং বলেছেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক, দলে ওর নাম না দেখে আমি কিছুটা হতবাক হয়েছিলাম। আমি নিশ্চিত সে দারুণ ভাবে ফিরে আসবে। ওর ফিরে আসার মতো ইচ্ছাশক্তি আছে। আমি শুধু এটুকুই বলতে পারি, হতাশ হবে না, তুমি তোমার প্রাপ্য পাবে, আজ না হলে কাল পাবেই। করুণ নায়ারকে দেখো। ও ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০০ রান করেছে এবং তারপর কখনও খুব বেশি সুযোগ পায়নি। এখন ও দলের সঙ্গে ইংল্যান্ডে ফিরে এসেছে।’ ভাজ্জি বলেই নয়, অনেকেই নিশ্চিত যে, ফের সুযোগ পাবেন সরফরাজ।