তৃণমূল রক্তের হোলি খেলা বন্ধ না করলে বিজেপিকেউ সেই খেলায় নামতে হবে। নদীয়ার কৃষ্ণনগরে পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে এমনটাই বলেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করেছেন তিনি।
সুকান্ত মজুমদার বলেন, গোটা রাজ্যের শাসক দল রক্তের হোলি খেলায় মেতেছে। তাই তারা যদি এই খেলা বন্ধ না করে তাহলে বিজেপিও বাধ্য হয়ে খেলায় নামবে। তখন যেন প্রশাসন বা কমিশন বিজেপিকে কিছু বলতে না আসে। হুঁশিয়ারির সুরে সুকান্ত বলেন, “তৃণমূল যদি ভাবে রক্তের হোলি খেলবে বিজেপি’কেও সেই খেলাতে নামতে হবে, তখন কিন্তু বলতে পারবে না যে বিজেপি আইন-শৃঙ্খলা মেনে চলছে না। কমিশন ব্যবস্থা না নিলে এবার বিজেপি বাধ্য হবে ব্যবস্থা নিতে।”
অন্যদিকে কোচবিহারে লাগাতার হিংসা প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত এলাকার জুড়ে যত তৃণমূল নেতা রয়েছেন সকলেই চোরা চালানের সাথে যুক্ত। তারা চায় জোর করে পঞ্চায়েত দখল করতে, কারণ বিএসএফের নিয়ম অনুসারে তাদের কিছুটা হলেও জনপ্রতিনিধিদের কথা শুনতে হয়। আর এই সমস্ত চোরাচালানের মাথায় রয়েছে উদয়ন গুহ। যতদিন পর্যন্ত এই গুন্ডা তৃণমূল নেতা থাকবে ততদিন ওই চোরা কারবার এবং সংঘর্ষ চলবে।
প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের বিজেপি বুথ সভাপতি দীপক সামন্তর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের দাবি, দীপকবাবুকে বেশ কিছুদিন আগে তৃণমূলের তরফে খুন করার হুমকি দেওয়া হয়েছিল। এমনকি তার স্ত্রীকে বাড়িতে সাদা থানও পাঠানো হয়েছিল। তারাই দীপকবাবুকে মেরে ঝুলিয়ে দিয়েছে।
বিজেপির অভিযোগ, রাজ্যজুড়ে বেলাগাম সন্ত্রাস চলছে, কিন্তু তারপরেও নীরব রয়েছে কমিশন। হিংসার জন্য কমিশনকেই দায়ী করেছে বিজেপি।