‘সুবিচার না পেলে সেনায় ফিরব না’, প্রতিজ্ঞা DMK নেতার হাতে ‘খুন’ জওয়ানের ভাইয়ের

 ভারতীয় সেনার এক জওয়ানকে খুনের অভিযোগ উঠল ডিএমকে (DMK) কাউন্সিলরের বিরুদ্ধে। কাপড় কাচাকে কেন্দ্র করে বিবাদ শুরু হওয়ার পরে পিটিয়ে খুন করা হয় প্রভু নামে ওই জওয়ানকে। তামিলনাড়ুর (Tamil Nadu) এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন মৃত জওয়ানের ভাই প্রভাকরণ। তিনি ভারতীয় সেনায় (Indian Army) কর্মরত। সাফ জানিয়েছেন, যতদিন পর্যন্ত না তাঁর দাদার খুনের সুবিচার মেলে,ততদিন কাজে যোগ দেবেন না তিনি।

ঘটনার সূত্রপাত ৮ ফেব্রুয়ারি। নির্দিষ্ট স্থানে কাপড় কাচাকে কেন্দ্র করে স্থানীয় কাউন্সিলর চিন্নাস্বামীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন প্রভু ও তাঁর পরিবারের সদস্যরা। সাময়িকভাবে প্রতিবেশীদের হস্তক্ষেপে সেই বিবাদ মিটে যায়। সেদিনই রাতের বেলা প্রভুদের বাড়িতে চড়াও হয় চিন্নাস্বামীর সঙ্গীরা। সকলের চোখের সামনে প্রভুকে বেধড়ক মারধর করা হয়।

অচৈতন্য অবস্থায় প্রভুকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় সরব হন তামিলনাড়ুর বিরোধী দলগুলিও। শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি করছে পুলিশ, এই অভিযোগ তোলেন তাঁরা। যদিও পুলিশের তরফে সাফ জানানো হয়, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। অভিযুক্তের সঙ্গে মৃতের পরিবারের আত্মীয়তা রয়েছে, এটা একেবারেই ব্যক্তিগত বিবাদের ফলাফল।

কিন্তু এই দাবি মানতে নারাজ প্রভাকরণ। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, “যতদিন না দোষীরা শাস্তি পায়, আমি ততদিন সেনায় ফিরব না। আমরা কোনও ভুল করিনি। ১৩ বছর ধরে সেনায় কাজ করছি। একমাসের জন্য বাড়িতে ফিরে এরকম ঘটনা দেখতে হল। শাসক দলের কাউন্সিলর হুমকি দিলেন, ভারতীয় জওয়ান হলেও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারব না আমরা।” কবে সুবিচার পাবেন প্রভাকরণ ও তাঁর পরিবার, সেই উত্তর অজানাই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.