দোষী নই: মাদুরো
সংবাদসংস্থা এপি সূত্রে খবর, শুনানির শুরুতে বিচারকের সামনে আর্জি জানান ভেনেজ়ুয়েলার য়েলার অপহৃত প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘‘আমাকে বন্দি করা হয়েছে। আমি দোষী নই।’’
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ২৩:১৫
মাদক মামলার শুনানি শুরু
মাদুরোর মামলার শুনানি শুরু হল নিউ ইয়র্কের আদালতে।
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ২৩:০০
‘আমেরিকা কোনও দেশ দখল করতে যায়নি’
সোমবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা বিষয়ক কাউন্সিলের বৈঠক ছিল। রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত জানান, মাদুরোকে ভেনেজ়ুয়েলা থেকে আটক করার বিষয়টি সম্পূর্ণ ‘আইনপ্রয়োগকারী অভিযান’ ছিল। তিনি এ-ও দাবি করেন, ‘‘আমেরিকা কোনও দেশ দখল করতে যায়নি।’’
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ২২:৪৯
আদালতের বাইরে জমায়েত
নিউ ইয়র্কের আদালতে রয়েছেন মাদুরো এবং তাঁর স্ত্রী। তাঁদের বিচারপ্রক্রিয়া শুরু হবে। তবে তার আগে থেকেই আদালতে বাইরে জমায়েত। মাদুরোর মুক্তির দাবি নিয়ে অনেকে পোস্টার হাতে জড়ো হয়েছেন।
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ২২:০১
মাদুরোর হয়ে কে লড়বেন আদালতে?
সোমবার আদালতে মাদুরো এবং তাঁর স্ত্রীর হয়ে সওয়াল করবেন ব্যারি পোলক।
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ২১:২৯
মাদুরোর সম্পত্তি ফ্রিজ় করল সুইৎজ়ারল্যান্ড
সুইৎজ়ারল্যান্ডে থাকা মাদুরোর সম্পত্তি বাজেয়াপ্ত করল সে দেশের সরকার। তবে কত মৃল্যের সম্পত্তি সে সম্পর্কে কোনও তথ্য দেয়নি সুইৎজ়ারল্যান্ডের বিদেশ মন্ত্রক। একই সঙ্গে এ-ও জানিয়েছে, এই পদক্ষেপে ভেনেজ়ুয়েলার সরকারের থাকা সদস্যদের উপর কোনও প্রভাব ফেলবে না।
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ২১:০৯
কী বলছে আন্তর্জাতিক আইনে?
১৯৪৫ সালের অক্টোবরে রাষ্ট্রপুঞ্জে এক সনদ স্বাক্ষরিত হয়। সেই সনদের অনুচ্ছেদ ২(৪) অনুযায়ী, সব দেশকে অন্য দেশের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের থেকে বিরত থাকতে হবে! রাষ্ট্রপুঞ্জের সকল সদস্যদেশের জন্য এই নিয়ম প্রযোজ্য। তাতে বলা হয়েছে, ‘‘সকল সদস্য তাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অন্য দেশের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ করতে পারবে না।’’ অর্থাৎ, স্পষ্টতই আমেরিকা রাষ্ট্রপুঞ্জের সনদ লঙ্ঘন করেছে।
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ২১:০৮
উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ
ভেনেজ়ুয়েলার রাজধানীতে ঢুকে সস্ত্রীক মাদুরোকে তুলে আনার বিযয়ে উদ্বেগপ্রকাশ করলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। তিনি বলেন, ‘‘আমি গোটা ঘটনা নিয়ে উদ্বিগ্ন। আমেরিকা এই অভিযান করে আন্তর্জাতিক আইনের নিয়ম লঙ্ঘন করেছে।’’ তার পরেই ভেনেজ়ুয়েলাবাসীকে এই অস্থির পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা দিয়েছেন গুতেরেস।
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ২০:৫১
কী অভিযোগ মাদুরোর বিরুদ্ধে?
আমেরিকার দীর্ঘ দিনের অভিযোগ, মাদক পাচার এবং অন্যান্য অপরাধের জন্য তেল ব্যবহার করে ভেনেজ়ুয়েলা। ওই তেল আদতে চুরি করা হয় ভেনেজ়ুয়েলার বিভিন্ন খনি থেকে। তার পর তা বিক্রি করে জঙ্গি কার্যকলাপে ব্যবহার করা হয়। আর সব কিছুই হয়েছে মাদুরোর নির্দেশে! তাই তাঁকে গ্রেফতার করে মার্কিন বিচারব্যবস্থার সামনে ফেলতে চেয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ২০:৪৮
ভেনেজ়ুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সুর বদল
কথা না-শুনলে বড় মূল্য চোকাতে হবে, ভেনেজ়ুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেসকে রবিবার এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পর সুর খানিক নরম করেন ডেলসি। আমেরিকার সঙ্গে সহযোগিতার সম্পর্কের বার্তা দেন। ডেলসি জানান, আমেরিকা এবং ভেনেজ়ুয়েলার সম্পর্কে ভারসাম্য এবং শ্রদ্ধা দেখতে চান তিনি। লিখেছেন, ‘‘আমেরিকা ও ভেনেজ়ুয়েলার মধ্যে ভারসাম্যপূর্ণ এবং শ্রদ্ধাশীল সম্পর্ক স্থাপন আমাদের অগ্রাধিকার। পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের লক্ষ্য নিয়ে একসঙ্গে কাজ করার জন্য আমরা আমেরিকার সরকারকে আহ্বান জানাচ্ছি।’’
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ২০:৪৭
মার্কিন পদক্ষেপের নিন্দা মেক্সিকোর
মাদুরোকে নিজের দেশ থেকে তুলে আনার বিষয়ে মার্কিন প্রশাসনের নিন্দা করল মেক্সিকো। মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেন, ‘‘এ ধরনের যে কোনও হস্তক্ষেপের ব্যাপারে মেক্সিকোর অবস্থান দৃঢ় এবং স্পষ্ট। যে কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপকে প্রত্যাখ্যান জানাই।’’
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৯:২৫
মামলা শুনবেন ৯২ বছর বয়সি বিচারক
মাদুরোর মামলা শুনবেন নিউ ইয়র্কের দক্ষিণাঞ্চল আদালতের বিচারক অ্যালভিন হেলারস্টাইন। ১১৯৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাঁকে মনোনীত করে বিচারক করেছিলেন। ২০১১ সাল থেকে এই আদালতে বিচারক তিনি। তাঁর দেওয়া অনেক রায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তার মধ্যে একটা মামলা এমনও রয়েছে যেখানে সরাসরি জড়িত ট্রাম্প স্বয়ং।
পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্কের পরে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় তাঁর মুখ বন্ধ রাখতে ট্রাম্প ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, টাকা দেওয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তাঁর ব্যবসায়িক সংস্থার নথিপত্রে জালিয়াতি করেছিলেন। তথ্য গোপনের উদ্দেশ্যে ব্যবসায়িক নথিপত্রে জালিয়াতি করার দায়ে মামলা হয়। সেই মামলা ফৌজদারি আদালত থেকে ফেডারেল আদালতে পাঠানোর আবেদন করেছিলেন ট্রাম্প। যদিও সেই আবেদন খারিজ করে দেন বিচারক হেলারস্টাইন।
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৮:৪৯
আদালতে ভেনেজ়ুয়েলার অপহৃত প্রেসিডেন্ট
ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক বন্দি করে দেশছাড়া করা হয়। শুক্রবার মধ্যরাত (স্থানীয় সময় অনুসারে রাত ২টো) থেকে ভেনেজ়ুয়েলায় সামরিক অভিযান চালিয়ে মাদুরোকে বন্দি করেছে আমেরিকা। সোমবার তাঁদের নিউ ইয়র্কের আদালতে হাজির করানো হয়।

