‘পাকিস্তানকে ভালবাসি, আমিই যুদ্ধ থামিয়েছি’, মোদীর সঙ্গে ৩৫ মিনিটের ফোনালাপ নিয়ে অবশেষে মুখ খুললেন ট্রাম্প

পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাত থামিয়েছেন তিনিই, আরও এক বার দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবারই ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী জানিয়েছিলেন, ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনে কথা হয়েছে। ৩৫ মিনিটের সেই ফোনালাপে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত কারও মধ্যস্থতা মেনে নেবে না। পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘর্ষবিরতি নিয়ে আলোচনাও হয়েছে ইসলামাবাদের অনুরোধেই, ট্রাম্পকে জানিয়েছেন মোদী। এই ফোনালাপ নিয়ে এ বার মুখ খুললেন ট্রাম্প। প্রথম থেকে এ প্রসঙ্গে তিনি যা দাবি করে আসছিলেন, সেই অবস্থান থেকে নড়লেন না এক চুলও। বললেন, ‘‘পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ আমিই থামিয়েছি।’’

বুধবার হোয়াইট হাউসের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কিছু ক্ষণ কথা বলেন ট্রাম্প। ইরান-ইজ়রায়েল সংঘাত থেকে শুরু করে ভারত-পাকিস্তান সংঘাত, একাধিক প্রসঙ্গ সেখানে উঠেছে। ভারতের সঙ্গে শীঘ্রই আমেরিকা বাণিজ্য চুক্তি করবে বলে জানিয়েছেন ট্রাম্প। ভারত-পাকিস্তান প্রসঙ্গে তিনি বলেন, ‘‘দেখুন, যুদ্ধটা আমিই থামিয়েছি। আমি পাকিস্তানকে ভালবাসি। মোদীও দুর্দান্ত এক জন মানুষ। গত রাতে ওঁর সঙ্গে আমার কথা হয়েছে। আমরা ভারতের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করতে চলেছি। কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে যু্দ্ধ আমিই থামিয়েছি।’’

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এই মুহূর্তে আমেরিকায়। বুধবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজনের জন্য তিনি আমন্ত্রিত। মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প। জানিয়েছেন, ভারতের সঙ্গে সংঘর্ষবিরতির ক্ষেত্রে মুনিরের ভূমিকা ছিল অত্যন্ত সদর্থক। ট্রাম্পের কথায়, ‘‘পাকিস্তানের দিক থেকে যুদ্ধ বন্ধের ক্ষেত্রে এই মানুষটি অত্যন্ত প্রভাবশালী ভূমিকা নিয়েছিলেন।’’ ট্রাম্প আরও বলেন, ‘‘ভারতের তরফে মোদী এবং আরও কয়েক জন ছিলেন। উভয়েই পরমাণু শক্তিধর দেশ। আমি ওদের থামাই। দুটো বড় দেশের মধ্যে যুদ্ধ আমি থামিয়েছি। এর জন্য আমি কোনও গল্প লিখিনি।’’

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর তার জন্য পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছিল ভারত। প্রত্যাঘাতের অভিযান ‘অপারেশন সিঁদুর’-এ গত ৬ মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারতীয় বাহিনী। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। এর পর পাকিস্তানও পাল্টা হামলা চালায়। দুই দেশের মধ্যে টানা চার দিন সংঘর্ষ চলেছে। গত ১০ মে ভারত এবং পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়। দুই দেশের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন (ডিজিএমও) স্তরে পারস্পরিক আলোচনার ভিত্তিতে এই সংঘর্ষবিরতি হয়। কিন্তু ভারত এবং পাকিস্তানের সংঘর্ষবিরতির কথা প্রথম জানিয়েছিলেন ট্রাম্প। এর পর একাধিক বার তিনি দাবি করেছেন, তাঁর মধ্যস্থতাতেই ভারত ও পাকিস্তানের সংঘর্ষবিরতি হয়েছে। ভারত সরকার এই দাবি মেনে নেয়নি। বুধবার নয়াদিল্লির বিদেশসচিব জানান, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে মোদী কঠোর ভাবে জানিয়ে দিয়েছেন, ভারত কারও মধ্যস্থতা স্বীকার করে না। পাকিস্তানের অনুরোধেই সংঘর্ষবিরতি হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে ট্রাম্প আবার উল্টো দাবি করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.