মাঠের বাইরে তাঁদের মধ্যে ঝামেলা নিয়ে চর্চা তুঙ্গে, তাতে কী, সেইসব জল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ রোহিত শর্মা। সদ্য কোহলির ওয়ান ডে অধিনায়কত্ব কেড়ে নিয়ে পুরোপুরিভাবে সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে রোহিতকে।তবে রোহিতকে শুভেচ্ছা জানানো তো দূর, এমনকী দক্ষিণ আফ্রিকা সফরের আগে ভারতীয় দলের অনুশীলনেও অনুপস্থিত ছিলেন কোহলি।
এরপরেই দুই তারকা ক্রিকেটারেপ মধ্যে মনোমালিন্যের জল্পনায় আরও ঘনীভূত হয়। তবে মাঠের মধ্যে অধিনায়ক কোহলির অধীনে খেলা কিন্তু তিনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন বলেই জানিয়ে দেন রোহিত। কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের মানসিকতার প্রশংসা করে রোহিত bcci.tv-কে দেওয়া সাক্ষাৎকারে জানান, ‘পাঁচ বছরে প্রতিটা সময় ও সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে। আমরা মাঠে দৃঢ় মানসিকতা ও হার না মানা কঠোর মানসিকতা নিয়ে জয়ের লক্ষ্যে সবসময় মাঠে নামতাম। দলের সকলেই কাছেই এই বার্তাটা খুব স্পষ্টভাবে দেওয়া ছিল।’ট্রেন্ডিং স্টোরিজ
ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রোহিত জানান, ‘দলগতভাবে তো বটেই, আমি নিজেও আমার কেরিয়ারের অনেকটা সময় ওর অধীনে খেলে কাটিয়েছি। ওর অধীনে খেলা প্রতিটা মুহূর্তই আমি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছি এবং এখনও করে চলেছি।’ দক্ষিণ আফ্রিকা সফরেই প্রথমবার অধিনায়ক রোহিতের নেতৃত্বে ভারতীয় জার্সি গায়ে মাঠে নামবেন বিরাট। দুইজনের নতুন সমীকরণ কেমন জমে, এথন সেটাই লক্ষ্যণীয় বিষয়।