আউট অনিকেত
উইকেট নিলেন বরুণ। ফেরালেন অনিকেতকে। মাত্র ৬ রান করে আউট তিনি।
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২২:২২
আউট কামিন্দু
সুনীল নারাইনের বলে ক্যাচ দিলেন কামিন্দু। ২০ বলে ২৭ রান করেন তিনি। নীতীশ এবং ক্লাসেনের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করলেও সফল হলেন না।
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২২:১৪
৯ ওভার শেষে
৯ ওভারে ৬৩ রান তুলেছে হায়দরাবাদ। লক্ষ্য ২০১। হাতে রয়েছে ৬ উইকেট। ক্রিজ়ে রয়েছেন হেইনরিখ ক্লাসেন এবং কামিন্দু মেন্ডিস।
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২২:০৪
আউট নীতীশ
চাপ বাড়ছে হায়দরাবাদের। আবার উইকেট হারাল তারা। এ বার আউট নীতীশ কুমার রেড্ডি। রাসেলের ওভারে প্রথম তিন বলে ১১ রান উঠলেও চতুর্থ বলে আবার বড় শট খেলতে গিয়ে আউট হলেন নীতীশ।
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২২:০২
পাওয়ার প্লে শেষে
পাওয়ার প্লে-তে ৩৩ রান তুলেছে হায়দরাবাদ। তিনটি উইকেটও হারিয়েছে তারা। ইডেনে কলকাতার ২০০ রান তাড়া করতে নেমে চাপে হায়দরাবাদ।
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২১:৪৬
৩ ওভার শেষে
৩ ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে হায়দরাবাদ। মাত্র ৯ রান তুলেছে তারা। কলকাতার ২০০ রান তাড়া করতে নেমে বেকায়দায় হায়দরাবাদ।
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২১:৪৪
আউট ঈশান
তৃতীয় উইকেট হারাল হায়দরাবাদ। এ বার আউট ঈশান কিশন। বৈভবের বলে ক্যাচ দিলেন তিনি।
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২১:৪১
আউট অভিষেক
হর্ষিত রানার বলে আউট অভিষেক শর্মা। ২ রান করে আউট হলেন তিনি।
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২১:৩৩
আউট হেড
হেডকে (৪) আউট করলেন বৈভব। হায়দরাবাদ ৪/১।
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২১:১৬
২০০ রান কলকাতার
ইডেনে হায়দরাবাদের বিরুদ্ধে ২০০ রান তুলল কলকাতা। বেঙ্কটেশ আয়ার ২৯ বলে ৬০ রান করেন। রিঙ্কু ১৭ বলে ৩২ রান করেন। তাঁদের জুটির আগে রাহানে এবং অঙ্গকৃশ মিলে বড় রানের ভিত গড়েছিলেন। সেটাই দলকে ২০০ রান তুলতে সাহায্য করল।
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২১:১১
আউট বেঙ্কটেশ
২৯ বলে ৬০ রান করলেন বেঙ্কটেশ। এত দিন রান পাচ্ছিলেন না তিনি। বৃহস্পতিবার হায়দরাবাদের বিরুদ্ধে ফর্মে ফিরলেন। তাঁর দাপটে ১৯০ রানের গণ্ডি পার করল কেকেআর। কিন্তু বড় শট খেলতে গিয়েই আউট হলেন তিনি।
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২০:৪৭
১৫ ওভার শেষে
রিঙ্কু সিংহ এবং বেঙ্কটেশ আয়ার খেলছেন। কিন্তু রাহানে এবং রঘুবংশী আউট হওয়ার পর কেকেআরের রানের গতি কমেছে। ১৫ ওভারে ১২২ রান তুলেছে তারা। হাতে রয়েছে ৬ উইকেট। বাকি রয়েছে পাঁচ ওভার।
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২০:৩৪
আউট রঘুবংশী
অর্ধশতরান করেই আউট রঘুবংশী। ৩২ বলে ৫০ রান করেন তিনি। কামিন্দুর বলে ক্যাচ দিলেন রঘুবংশী।
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২০:২৭
সহজ ক্যাচ ফেললেন নীতীশ
অল্পের জন্য বেঁচে গেলেন রঘুবংশী। সহজ ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু নীতীশ কুমার রেড্ডি সেই বল ধরতে পারেননি। ফলে আউটও হননি রঘুবংশী।
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২০:২৪
আউট রাহানে
স্পিনার জীশানের বলে আউট রাহানে। ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ২৭ বলে ৩৮ রান করে আউট নাইট অধিনায়ক। ৮১ রানের জুটি গড়েছিলেন রঘুবংশীর সঙ্গে।
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২০:১৬
৯ ওভার শেষে
অল্প রানে দুই ওপেনারকে হারালেও দ্রুত রান তুলছে কলকাতা। ৯ ওভারে ৭৫ রান তুলে ফেলল তারা। অধিনায়ক রাহানে এবং তরুণ রঘুবংশী দ্রুত রান তুলছেন।
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২০:০৩
পাওয়ার প্লে শেষে
প্রথম ৬ ওভারে ৫৩ রান তুলল কেকেআর। দুই ওপেনারের উইকেট হারিয়েও রান তুলছে তারা। অজিঙ্ক রাহানে এবং অঙ্গকৃশ রঘুবংশী ক্রিজ়ে রয়েছেন।
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১৯:৪৯
আউট নারাইন
দুই ওপেনারই আউট। ৭ রান করে আউট হলেন সুনীল নারাইন। মহম্মদ শামির বলে ক্যাচ দিলেন তিনি।
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১৯:৪৮
আউট ডি’কক
প্যাট কামিন্সের বলে ক্যাচ দিলেন কুইন্টন ডি’কক। জিশান আনসারির হাতে ক্যাচ দিয়ে মাত্র ১ রান করে ফিরলেন তিনি।
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১৯:৩১
শুরু কেকেআরে ইনিংস
ওপেন করতে নেমেছেন নারাইন এবং ডি’কক।