ইডেনে ষষ্ঠ উইকেট হারিয়ে চাপে হায়দরাবাদ, লক্ষ্য ২০১ রান, ব্যাটে, বলে দাপট কলকাতার

আউট অনিকেত

উইকেট নিলেন বরুণ। ফেরালেন অনিকেতকে। মাত্র ৬ রান করে আউট তিনি।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২২:২২ key status

আউট কামিন্দু

সুনীল নারাইনের বলে ক্যাচ দিলেন কামিন্দু। ২০ বলে ২৭ রান করেন তিনি। নীতীশ এবং ক্লাসেনের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করলেও সফল হলেন না।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২২:১৪ key status

৯ ওভার শেষে

৯ ওভারে ৬৩ রান তুলেছে হায়দরাবাদ। লক্ষ্য ২০১। হাতে রয়েছে ৬ উইকেট। ক্রিজ়ে রয়েছেন হেইনরিখ ক্লাসেন এবং কামিন্দু মেন্ডিস।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২২:০৪ key status

আউট নীতীশ

চাপ বাড়ছে হায়দরাবাদের। আবার উইকেট হারাল তারা। এ বার আউট নীতীশ কুমার রেড্ডি। রাসেলের ওভারে প্রথম তিন বলে ১১ রান উঠলেও চতুর্থ বলে আবার বড় শট খেলতে গিয়ে আউট হলেন নীতীশ।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২২:০২ key status

পাওয়ার প্লে শেষে

পাওয়ার প্লে-তে ৩৩ রান তুলেছে হায়দরাবাদ। তিনটি উইকেটও হারিয়েছে তারা। ইডেনে কলকাতার ২০০ রান তাড়া করতে নেমে চাপে হায়দরাবাদ।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২১:৪৬ key status

৩ ওভার শেষে

৩ ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে হায়দরাবাদ। মাত্র ৯ রান তুলেছে তারা। কলকাতার ২০০ রান তাড়া করতে নেমে বেকায়দায় হায়দরাবাদ।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২১:৪৪ key status

আউট ঈশান

তৃতীয় উইকেট হারাল হায়দরাবাদ। এ বার আউট ঈশান কিশন। বৈভবের বলে ক্যাচ দিলেন তিনি। 

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২১:৪১ key status

আউট অভিষেক

হর্ষিত রানার বলে আউট অভিষেক শর্মা। ২ রান করে আউট হলেন তিনি।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২১:৩৩ key status

আউট হেড

হেডকে (৪) আউট করলেন বৈভব। হায়দরাবাদ ৪/১।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২১:১৬ key status

২০০ রান কলকাতার

ইডেনে হায়দরাবাদের বিরুদ্ধে ২০০ রান তুলল কলকাতা। বেঙ্কটেশ আয়ার ২৯ বলে ৬০ রান করেন। রিঙ্কু ১৭ বলে ৩২ রান করেন। তাঁদের জুটির আগে রাহানে এবং অঙ্গকৃশ মিলে বড় রানের ভিত গড়েছিলেন। সেটাই দলকে ২০০ রান তুলতে সাহায্য করল।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২১:১১ key status

আউট বেঙ্কটেশ

২৯ বলে ৬০ রান করলেন বেঙ্কটেশ। এত দিন রান পাচ্ছিলেন না তিনি। বৃহস্পতিবার হায়দরাবাদের বিরুদ্ধে ফর্মে ফিরলেন। তাঁর দাপটে ১৯০ রানের গণ্ডি পার করল কেকেআর। কিন্তু বড় শট খেলতে গিয়েই আউট হলেন তিনি।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২০:৪৭ key status

১৫ ওভার শেষে

রিঙ্কু সিংহ এবং বেঙ্কটেশ আয়ার খেলছেন। কিন্তু রাহানে এবং রঘুবংশী আউট হওয়ার পর কেকেআরের রানের গতি কমেছে। ১৫ ওভারে ১২২ রান তুলেছে তারা। হাতে রয়েছে ৬ উইকেট। বাকি রয়েছে পাঁচ ওভার।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২০:৩৪ key status

আউট রঘুবংশী

অর্ধশতরান করেই আউট রঘুবংশী। ৩২ বলে ৫০ রান করেন তিনি। কামিন্দুর বলে ক্যাচ দিলেন রঘুবংশী।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২০:২৭ key status

সহজ ক্যাচ ফেললেন নীতীশ

অল্পের জন্য বেঁচে গেলেন রঘুবংশী। সহজ ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু নীতীশ কুমার রেড্ডি সেই বল ধরতে পারেননি। ফলে আউটও হননি রঘুবংশী।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২০:২৪ key status

আউট রাহানে

স্পিনার জীশানের বলে আউট রাহানে। ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ২৭ বলে ৩৮ রান করে আউট নাইট অধিনায়ক। ৮১ রানের জুটি গড়েছিলেন রঘুবংশীর সঙ্গে।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২০:১৬ key status

৯ ওভার শেষে

অল্প রানে দুই ওপেনারকে হারালেও দ্রুত রান তুলছে কলকাতা। ৯ ওভারে ৭৫ রান তুলে ফেলল তারা। অধিনায়ক রাহানে এবং তরুণ রঘুবংশী দ্রুত রান তুলছেন।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২০:০৩ key status

পাওয়ার প্লে শেষে

প্রথম ৬ ওভারে ৫৩ রান তুলল কেকেআর। দুই ওপেনারের উইকেট হারিয়েও রান তুলছে তারা। অজিঙ্ক রাহানে এবং অঙ্গকৃশ রঘুবংশী ক্রিজ়ে রয়েছেন।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১৯:৪৯ key status

আউট নারাইন

দুই ওপেনারই আউট। ৭ রান করে আউট হলেন সুনীল নারাইন। মহম্মদ শামির বলে ক্যাচ দিলেন তিনি।  

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১৯:৪৮ key status

আউট ডি’কক

প্যাট কামিন্সের বলে ক্যাচ দিলেন কুইন্টন ডি’কক। জিশান আনসারির হাতে ক্যাচ দিয়ে মাত্র ১ রান করে ফিরলেন তিনি।

timer শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১৯:৩১ key status

শুরু কেকেআরে ইনিংস

ওপেন করতে নেমেছেন নারাইন এবং ডি’কক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.