দিব্যা দেশমুখের পর মহিলাদের বিশ্বকাপ দাবার ফাইনালে উঠলেন কোনেরু হাম্পিও। সেমিফাইনালে টাইব্রেকারে পিছিয়ে পড়েও হাম্পি হারিয়েছেন শীর্ষ বাছাই চিনের লি তিংজিকে। ফাইনালে মুখোমুখি হবেন দুই ভারতীয় দাবাড়ু। ভারতীয় দাবায় আরও এক নতুন ইতিহাস তৈরি হল। ফলে মহিলাদের দাবার বিশ্ব খেতাব ভারতে আসা নিশ্চিত।
কিছু দিন আগেই পুরুষদের দাবায় বিশ্বজয় করেছেন ডি গুকেশ। এ বার মহিলাদের বিশ্বকাপও ভারতে আসা নিশ্চিত। দিব্যা এবং হাম্পির মধ্যে এক জনের খেতাব জয় এখন সময়ের অপেক্ষা। এই প্রথম মহিলাদের বিশ্বকাপ দাবার ফাইনালে মুখোমুখি হচ্ছেন দুই ভারতীয়। উল্লেখ্য, প্রথম ভারতীয় হিসাবে ফাইনালে উঠে ইতিহাস তৈরি করেছিলেন দিব্যা। দ্বিতীয় ভারতীয় হিসাবে ফাইনালে ওঠার নজির গড়লেন হাম্পি।
হাম্পি এবং তিংজির দু’টি ক্যাসিক্যাল গেম ড্র হওয়ায় টাইব্রেকারে গড়ায় সেমিফাইনাল। বৃহস্পতিবার টাইব্রেকারের প্রথম দু’টি র্যাপিড গেমও ড্র হয়। এর পর তৃতীয় র্যাপিড গেম জিতে এগিয়ে যান তিংজি। তবে চাপের মুখেও হাল ছাড়েননি ভারতীয় গ্র্যান্ডমাস্টার। চতুর্থ র্যাপিড গেম জিতে সমতা ফেরান হাম্পি। টাইব্রেকারের শেষ দু’টি ব্লিৎজ গেমে বাজিমাত করেন হাম্পি। দু’টি গেমই তিনি জিতে নেন। শেষ পর্যন্ত তিংজিকে ৫-৩ ব্যবধানে হারিয়ে মহিলাদের বিশ্বকাপ দাবার ফাইনালে উঠলেন হাম্পি। ফাইনালে ওঠায় দিব্যার মতো ঐতিহ্যশালী ক্যান্ডিডেট প্রতিযোগিতায় খেলার ছাড়পত্র পেয়েছেন তিনিও।
প্রথম ভারতীয় হিসাবে মহিলাদের বিশ্বকাপ দাবার সেমিফাইনালে উঠেছিলেন হাম্পি। এ বার উঠলেন ফাইনালেও। প্রতিযোগিতায় দুই ভারতীয়ই ভাল ফর্মে রয়েছেন। দু’জনেই সেমিফাইনালে হারিয়েছেন চিনের দুই কঠিন প্রতিপক্ষকে। স্বাভাবিক ভাবেই ফাইনালের দিব্যা এবং হাম্পির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় ক্রীড়াপ্রেমীরা।