চলতি মাসে দু’দিন বন্ধ থাকবে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ (গ্রিন লাইন-১) এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড (গ্রিন লাইন-২) পর্যন্ত মেট্রো পরিষেবা। এমনটাই জানিয়েছেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। শুধু তা-ই নয়, মেট্রোর কাজের জন্য আরও দু’দিন ওই লাইনে পরিষেবার উপর প্রভাব পড়বে বলে জানানো হয়েছে। কবে কবে পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে এবং পরিষেবায় আংশিক প্রভাব পড়বে, তা-ও বিস্তারিত জানিয়েছেন তাঁরা।
আগামী ৮ (শনিবার) এবং ৯ মার্চ (রবিবার) শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড লাইনে মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। ওই রুটে নতুন মেট্রোপথ তৈরির দায়িত্বে রয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন (কেএমআরসিএল)। বর্তমানে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডে দু’টি পৃথক সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে মেট্রো চলাচল করে। তবে শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মধ্যে মেট্রোর কাজ প্রায় শেষ। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলক ভাবে ওই রুটে পরিষেবাও চালানো হয়েছে। যদিও এখনও কিছু পরীক্ষা বাকি রয়েছে। সেই কাজ শেষ করতেই গোটা রুটে মেট্রো চলাচল বন্ধ রাখা প্রয়োজন। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, সেই কাজের জন্যই আগামী শনিবার এবং রবিবার হাওড়া ও শিয়ালদহে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনি-রবি ছাড়াও আগামী শুক্রবার (৭ মার্চ) এবং সোমবার (৯ মার্চ) ওই দুই রুটে মেট্রো পরিষেবা আংশিক ব্যাঘাত ঘটবে। শুক্রবার বিকেলের পর এবং সোমবার সকালে, বেশ খানিকটা সময় পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মেট্রো রেল জানিয়েছে, শুক্রবার শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে সন্ধে ৭টা ৩ মিনিটে। উল্টো দিকে, সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ আসার শেষ মেট্রো ছাড়বে সন্ধে ৭টা ৫ মিনিটে। এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো পাওয়া যাবে সন্ধ্যা ৭টায়।
অন্য দিকে, আগামী সোমবার সকালে ওই দুই রুটে প্রথম মেট্রো পরিষেবার সময়ও বদল করা হয়েছে। শিয়ালদহ থেকে ওই দিন সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটের পরিবর্তে ছাড়বে সকাল ৮টা ১৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ আসার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৮টা ৫ মিনিটে। এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়।
হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবায় যে অংশ মাটির নীচ দিয়ে যাবে, সেখানে দু’টি সুড়ঙ্গ রয়েছে। তার মধ্যে পূর্বমুখী, অর্থাৎ শিয়ালদহমুখী সুড়ঙ্গের কাজ অনেক দিন আগেই শেষ হয়েছে। লাইন পাতার কাজও শেষ। ওই সুড়ঙ্গ দিয়ে মেট্রোর খালি রেক প্রায়ই যাতায়াত করে। কিন্তু বিপত্তি ঘটেছে পশ্চিমমুখী সুড়ঙ্গ খোঁড়ার সময়। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ওই সুড়ঙ্গ কাটার সময় সমস্যা হয় বৌবাজারের কাছে। ২০১৯ সালে অগস্ট মাসে সুড়ঙ্গ কাটার যন্ত্রের মাধ্যমে মাটি কাটার সময় ধস নামে বৌবাজার এলাকায়। তড়িঘড়ি বন্ধ করতে হয় কাজ। নির্মীয়মাণ ওই সুড়ঙ্গের দৈর্ঘ্য ৪০ মিটার। ২০২২ সালের মে এবং অক্টোবরে ওই অংশ কাজ করার সময় দফায় দফায় ক্ষতিগ্রস্ত হয়। জল ঢুকে পড়ে সুড়ঙ্গের মধ্যে। বার বার বিপত্তির কারণে কাজ বন্ধ হওয়ায় এত দিনেও শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মধ্যে পরিষেবা চালু সম্ভব হয়নি। তবে যে গতিতে কাজ চলছে, তাতে খুব শীঘ্রই গোটা রুটে পরিষেবা চালু হয়ে যাবে বলে আশাবাদী মেট্রো রেল কর্তৃপক্ষ।